আমাদের কথা খুঁজে নিন

   

শূভকামনা মুকুল ভাই, বন্ধুবর প্রণবকে

একটু আগে বাড়ি ফিরলাম। সব ঝামেলা চুকে। দরোজায় দাঁড়িয়ে পিছন ফিরে দ্যাখি, এ-কী! আমার সমস্ত শরীর যেনো পুড়ে যাচ্ছে শারদীয় জোছনায়, তীব্র আলোয়।

একদিনের ব্যবধানে দুইটি বই বের হলো অমর একুশের বইমেলায়। ভালোবাসা আর প্রাণের ছোঁয়ায় অরিন্দম বন্ধু দুজন তারা এ বই দুইটির জনক।

ভীষণ ভালো লাগছে। ছুঁয়ে যাচ্ছে প্রাণ। একদিন দুজনের পাশেই ছিলাম আমি। মুকুল ভাই যখন কবিতা লেখা শুরু করেন তখনকার কথা মনে পড়ে যায় আজ। জানি না মুকুল ভাই'র মনে আছে কীনা।

একসাথৈ আমরা কবিতার টানে জড়ো হলাম কবিতা পরিষদে। প্রণব, আমার কাছের এবং ভালো বন্ধু। কবিতার প্রতি একনিষ্ঠ প্রেম, আমার কাছে বড়ো বিস্ময় আজো। অসাধারণ কবি সে। আমারই মূল্যবোধের খরায় আমি আছি পিছনে তাদের ছেড়ে।

দূর থেকে জানাই শুভ কামনা। শুভ কামনা মুকুল ভাই, বন্ধুবর প্রণবকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।