আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার খেরো খাতা (ক্রমশ



চাবিঅলা হারিয়ে ফেলেছিলাম আমি, আমার মনের সিন্দুকের চাবি, খুজেছি অনেক, কিন্তু পাইনি কোথাও। কতজনে কতভাবে করলো চেষ্টা, কিন্তু বেয়াড়া তালাটা হার মানেনি কারো কাছেই। শেষে সোনা রঙা এক সকালে, এক শখের চাবিঅলা, না ডাকতেই এসে হাত ছোঁয়ালে মরচে-পড়া তালাটার গায়ে, যাদুমন্ত্রের মতো খুলে গেলো সিন্দুক, প্রথম সূর্যের রাঙা আলোয় ঝিকিয়ে উঠলো ভেতরটা!! চাবিঅলা শুধালে- “নাও, এবার কি দেবে আমায়?” আমি তার হাতদুটি ধরে বললাম- পাগল! পুরো সিন্দুকটাই তো তোমার।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।