আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে হোটেল


ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক এবং দৃষ্টিনন্দন ভবনগুলোর কক্ষ এখন থেকে হোটেল রুম হিসেবে ভাড়া দেওয়া হবে। ছাত্ররা ছুটিতে থাকার সময় পর্যটকরা ইচ্ছা করলে ওইসব ভবনের রুম থাকার জন্য ভাড়া নিতে পারবেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। ক্যামব্রিজের কনফারেন্স ম্যানেজার কেলি ভিকারস শনিবার বলেন, 'প্রতি বছর হাজার হাজার পর্যটক ও পরিদর্শনকারী আমাদের বিশ্ববিদ্যালয় দেখতে আসেন। তারা আসেন এই জগদ্বিখ্যাত বিদ্যাপীঠের ঐতিহ্য ও মনমাতানো সৌন্দর্য উপভোগ করার জন্য।

' আগে আবেদনের পরিপ্রেক্ষিতে শুধু শিক্ষা সফরে আসা গ্রুপ বা পর্যটক দলকে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোতে থাকতে দেওয়া হতো। এখন যে কোনো ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ভবনে রুম ভাড়া করে থাকতে পারবেন। রুমের ভাড়া ধরা হয়েছে ৬২ থেকে ১৫১ ডলার। যারা ভাড় দিয়ে বিশ্ববিদ্যালয়ের অতিথি হবেন, তাদের খাওয়ার ব্যবস্থাও ক্যাম্পাসেই হবে। প্রসঙ্গত, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওইসব ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ভবনের রুম বা স্যুট পর্যটকের কাছে ভাড়া দেওয়া হবে, যেসব ভবনে বা কক্ষে একসময় থেকেছেন চার্লস ডারইউন, বিজ্ঞানী আইজ্যাক নিউটন ও কবি উইলিয়াম ওয়ার্ডসওয়াথ।

সূএ: Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।