আমাদের কথা খুঁজে নিন

   

ডিউক অব ক্যামব্রিজ: অতীত থেকে



মহাসমারোহে শেষ হলো ব্রিটিশ রাজকীয় বিয়ে। শুক্রবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে গাঁটছড়া বাঁধলেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। তবে এর আগে প্রথা অনুযায়ী বিয়ের আগে উইলিয়ামকে রাজকীয় উপাধি দেওয়া হয়। সকাল ৮টায় রানী এলিজাবেথ তার নাতি প্রিন্স উইলিয়ামকে ডিউক অব ক্যামব্রিজ উপাধি দেন। আর বিয়ের পর নববধূ কেট মিডলটনকে দেওয়া হয় ডাচেস অব ক্যামব্রিজ।

ব্রিটিশ অভিজাত সমাজে ডিউক হচ্ছে সর্বোচ্চ পদমর্যাদা। একইসঙ্গে স্কটল্যান্ডের পক্ষ থেকে প্রিন্স ও প্রিন্সেস যথাক্রমে আর্ল অব স্ট্রাদের্ন ও কাউনটেস অব স্ট্রাদের্ন অভিধাও পেয়েছেন। তারা দুজনেই স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। এই নবদম্পতি নর্দার্ন আয়ারল্যান্ডের নাগরিক হিসেবে যথাক্রমে ব্যারন এবং ব্যারনেস ক্যারিকফারগাস উপাধি পান। ডিউক অব ক্যামব্রিজের সংক্ষিপ্ত ইতিহাস প্রিন্স দ্বিতীয় জর্জ ডিউক অব ক্যামব্রিজ নামেও পরিচিত।

জন্ম ১৮১৯ সালে। তিনি ছিলেন তৃতীয় জর্জের নাতি এবং প্রথম ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স অ্যাডলফাস ফ্রেডারিকের একমাত্র ছেলে। তিনি সবসময় পারিবারিক বিয়ের বিপক্ষে সোচ্চার ছিলেন। তার মতে, এমন বন্ধন শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য। তিনি অনিন্দ্য সুন্দরী অভিনেত্রী সারাহ লুইস ফেয়াব্রাদারের প্রেমে পড়েন।

এ অভিনেত্রী ভাল নাচতেও পারতেন। ১৮৪৭ সালে তাদের রাজকীয় বিয়ে সম্পন্ন হয়। এ প্রেমিক যুগল তখন দু’সন্তানের জনক-জননী এবং তাদের তৃতীয় সন্তান সারাহর পেটে। তবে এ বিয়ে রাজকীয় স্বীকৃতি পায়নি। সারাহকে একঘরে করে রাখা হয়।

তাকে ডাচেস অব ক্যামব্রিজ উপাধিও দেওয়া হয়নি। তবে বিয়ের পর থেকে তাকে মিসেস ফিটসজর্জ নামে ডাকা হত। প্রিন্স উইলিয়ামের মতোই এ ডিউক অব ক্যামব্রিজ সেনা বাহিনীতে যোগ দেন। ক্রিমিয়ার যুদ্ধে অংশ নেন এবং ১৮৮৭ সালে কমান্ডার ইন চিফ পদে পদোন্নতি ঘটে তার। লন্ডন হোয়াইট হলের ঠিক মাঝখানে তার একটি অশ্বারোহী মূর্তি রয়েছে।

বিয়ের পর রথে চড়ে যেতে নব দম্পতি উইলিয়াম-কেটের চোখে এটি পড়বে। খুবই নিয়মানুবর্তী বলে খ্যাত এ ডিউক মারা যান ১৯০৪ সালে। তার বাবা প্রিন্স অ্যাডলফাস ফ্রেডারিক (১৭৭৪-১৮৫০) ছিলেন প্রথম ডিউক অব কেমব্রিজ। তিনি তৃতীয় জর্জের সপ্তম সন্তান। ১৮১১ থেকে ১৮১৪ সাল পর্যন্ত তিনি ছিলেন স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্বদ্যিালয়ের চ্যান্সেলর।

এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই উইলিয়াম-কেটের প্রথম দেখা। তিনি প্রিন্স উইলিয়ামের চার পুরুষ আগের প্রিন্স। এ ডিউকের নাতির নাম মেরি টেক। পরবর্তীতে তিনিই হন রানী মেরি যিনি রানী দ্বিতীয় এলিজাবেথের দাদি। তিনি বিয়ে করেন জার্মান বংশোদ্ভূত রাজকন্যা অগাস্টা উইলহেলমিনা লুইসা অব হেসেক্যাসেলকে।

কেট মিডলটনের আগে সর্বশেষ তিনিই ডাচেস অব ক্যামব্রিজ উপাধি পান। রাজা দ্বিতীয় চার্লসের সময় থেকে ডিউক অব ক্যামব্রিজ উপাধিটি রাজকীয় উপাধি হিসেবে প্রচলিত রয়েছে। প্রথম ডিউক অব ক্যামব্রিজ উপাধি পান প্রিন্স স্টুয়ার্ট। তবে এর কয়েক মাস পরেই তিনি মারা যান। এর একাধিক সন্তান-সন্ততি কম বয়সেই মারা যায়।

উইলিয়ামের এ উপাধি ক্যামব্রিজ শহরের সঙ্গে সম্পর্কিত করবে। এ শহরেই তার বাবা প্রিন্স অব ওয়েলস পড়তেন। ডিউক শব্দটি এসছে ল্যাটিন ‘ডুক্স’ (উীঁ) থেকে যার অর্থ ‘নেতা’। রানী নিজে ডিউক অব ল্যানসেস্টার। প্রিন্স অব ওয়েলস একই সঙ্গে ডিউক অব কর্নওয়াল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।