চায়নায় পড়ার জন্য ০১৬৮৪৪৪৩০৮৬, ০০৮৬১৩৭১৯২৭৫০৪৬ www.xueonline.info
কামরুন নাহার ইসলামিক কিন্ডারগার্টেন এর নতুন ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইট এর ঠিকানা হচ্ছে (Kamrun Nahar Islamic Kindergarten) http://www.knikg.at.ua
স্কুলটির প্রতিষ্ঠাতা হচ্ছেন মো: হেদায়েত উল্ল্যাহ। স্কুলটি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার বামনি গ্রামে অবস্থিত। স্কুলটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। স্কুলটির সাথে একটি মসজিদ অবস্থিত।
মসজিদটির নাম হচ্ছে উলি উল্ল্যাহ মুন্সি বাড়ি জামে মসজিদ। মসজিদ এবং স্কুলটি নির্মিত হয়েছে দান করা জমির উপরে। এর জমি দান করেছেন ঔ বাড়ির জমির মালিকেরা। তার মধ্যে উল্লেখযেগ্য অবদান রেখেছেন মোঃ কায়েস হায়দার চৌধুরী। স্কুলের অধিকাংশ জমি তিনি দান করেছেন।
স্কুল এবং মসজিদ এর জমি মসজিদের নামে ওয়াকফ করা হয়েছে। স্কূলটির প্রথম প্রধান শিক্ষক ছিলেন জনাব মোঃ আলী। বর্তমান প্রধান শিক্ষক হচ্ছেন জনাব মোঃ আশরাফ আলী মাওলানা। স্কুলটি চালানোর জন্য আরো আর্থিক সাহায্যের প্রয়োজন। কেউ আর্থিক সাহায্য করতে চাইলে স্কুলটির ওয়েবসাইটে গিয়ে Paypal এর Donate Button এ চাপ দিয়ে অনুদান দিতে পারেন।
অথবা সরাসরি প্রতিষ্ঠাতার সাথে যোগাযোগ করে অনুদান দিতে পারেন। প্রতিষ্ঠাতার ঠিকানা: মোঃ হেদায়েত উল্ল্যাহ, নগর নিবাস-১, বাড়ি নং- ১৯/৩, রোড নং-২২, বনানী, ঢাকা ১২১৩, বাংলাদেশ। ফোন নম্বর: ০০৮৮০২ ৯৮৯২৪৭৫, মোবাইল নম্বর: ০১৭১১৯৫১৮২৪।
কামরুন নাহার ইসলামিক কিন্ডারগার্টেন
উলি উল্ল্যাহ মুন্সি বাড়ি
বামনি, উলফৎনগর
রায়পুর, লক্ষীপুর
বাংলাদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।