কক্সবাজারের টেকনাফ উপজেলায় আড়াই লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডের ভিতরে ছাগল নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছে। তার সাথে সহচর হিসাবে আছে গরু ও কুকুর। ডাক্তাররা এম বি বি এস পাশ করে মানবতার সেবার শপথ নিলেও তারা টাকা বানাবার নেশায় দেশের যত্রতত্র ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে রোগীর পকেট সাফাই করতে ব্যস্ত। যম ত শুধু মানুষের প্রাণ নেয় আর এদের মত অমানুষগুলো ধন ও প্রাণ দুটোই নিচ্ছে নির্বিকারচিত্তে। এ নিয়ে এদের লাজলজ্জারও বালাই নেই। এখন শুধু একটা কাজই বাকী। সেটা হলো, ঐ অমানুষরূপী ডাক্তারগুলোর সার্টিফিকেট কেড়ে নিয়ে ছাগল, গরু ও কুকুরদের গলায় ঝুলিয়ে দেওয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।