আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির বেশে তোমার ফেরার গান

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়। এসো কালোপরী ধর এই হাত শ্বেতশুভ্র! মেরুভালুকের সাথে লড়াই করে এনেছি সফেদ জমিন, ছোপছোপ রক্তের দাগ পুরোটাই আঁচড় আর ক্ষতের দামে তোমার পাঁজরে যে মোচড় অহর্নীশি বুনো ঈগলের নখে উপড়ে যাওয়া চোখ শুকিয়ে হলুদ, পেলব রোমকূপ কষ্টের ইট চাপা আর মরচে পড়া চুল ছেঁড়া মেঘের মত ভাসছে অবিরাম কালো কালো আরো কালো নিকষ নক্ষত্রের ভেতর এস পরী ধর এই হাত কালো বরফের যুগ ফুরিয়েছে আজ অহংকারী সেনাদের দল ফিরছে ঘরে মায়েরা তাদের সন্তানের কাছে জল জল মানব সন্তান সব ফানুসে চেপে অপেক্ষায় তোমার দূরের গ্রাম, যতটা দূরে তার চেয়েও বেশি দূর থেকে তোমার আগমনের প্রতীক্ষা ধ্বণিত আকাশে বৃষ্টির বেশে তোমার ফেরার গান এই বন্দরে দেখ, চারপাশে ভাসছে নির্বোধের লাশ সমুদ্রও এদের ঘরে নেয় না এরা বলেছিল হারিয়ে গেছ তুমি এরা বলেছিল দ্বীপান্তরের কয়লাখনিতে পালিয়ে গেছ। আজ সবগুলো কুঁড়েঘরে কেবলই তোমার নাম ওরা সব আস্তাকূড়ে কালো পরী কালো পরী দেখ ডাকছে কেমন ধর এই হাত, শ্বেতশুভ্র এই রাতে সফেদ বিজলির বুক চিরে তুমি নেমে এস যেমন নেমে আসে অন্ধকার সব আলো ছাপিয়ে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।