নির্বাচন হবে কিনা সন্দেহ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে আওয়ামী লীগ চাইলে অনির্দষ্টিকালের জন্য ক্ষমতায় থাকতে পারবে। এর কারণ হিসেবে তিনি বলেন, এটা আ'লীগের পুরনো স্বভাব। তারা জনগণের রায় নিয়ে আবার ক্ষমতায় আসতে পারবে এ আস্থা তাদের নেই।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা পশ্চিম ইউনিয়নে এক গণসংযোগ ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
১৯৯৬ সালের তত্বাবধায়ক সরকার দাবির আন্দোলনের কথা স্মরণ করিয়ে মির্জা ফখরুল বলেন, 'তত্বাবধায়ক ইস্যুতে শিগগিরিই রাজপথে নামার ঘোষণা দিয়েছে বিএনপি।
তত্বাবধায়ক নিয়ে শেখ হাসিনা ৯৬ সালে যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের দিকে আমরাও যাবো। '
তিনি আরও বলেন, নিজেদের মতো নির্বাচন করার যে পরিকল্পনা তারা (সরকার) নিয়েছে তা জনগণ মেনে নেবে না। সংবিধান পরিবর্তনও মেনে নেয়নি, নেবেও না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের প্রতি আপনার দরদ থাকলে তত্বাবধায়ক সরকার মেনে নিয়ে আগামী নির্বাচন দিন। দেশের ৯০ শতাংশ মানুষ তত্বাবধায়ক সরকার চায়।
এছাড়া জাতীয় পার্টিসহ অধিকাংশ দল তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চায়।
তিনি আরো বলেন, সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে জনগণের বাক স্বাধীনতা হরণের পাঁয়তারা।
এ সময় আকচা পশ্চিম বিএনপির সভাপতি ইউনুস আলী সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল প্রমুখ।
পরে ওই এলাকার আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।