আমাদের কথা খুঁজে নিন

   

হাড়ের মমতা

শব্দশিখা জ্বলে...

আ ব দু র র ব বেওয়ারিশ কুকুরটা নিতান্ত নির্বোধ। চক্ষুলজ্জা নেই তাই প্রতিদিন কিছু গ্লানি জোটে তার ভাগ্যে। সম্পর্কের তুচ্ছ এঁটোকাটা খেতে গিয়ে ঢুকে পড়ে কোনো বাড়ি। এভাবে ঢুকে পড়া আদতে শোভন নয়। কেউ যদি কঠিন কথার হাড় ছুড়ে মারে, তবে গিলতে পারুক বা না পারুক চিবুতেই হবে।

কুকুরটার কৌতূহল লজ্জা অতিক্রম করে যায়। যদিও সে জানে পরিত্যক্ত হাড়ের সন্ধানে যেখানেই যাক, আপ্যায়ন তার প্রাপ্য নয়। মনে কোনো প্রত্যাশা ভঙ্গের দুঃখ নেই বলে এ তল্লাটে তার বেশ নামডাক। হাড় তারে হাতছানি দিয়ে ডাকে। স্বভাব উপেক্ষা করা তার কাজ নয়।

অগত্যা সে হাড়ের দিকেই ছোটে। আর বিসমিল্লা বলে মহানন্দে চাটে হাড়ের মমতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।