আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদ বাদশাহ'র আহবানে আড়াই বছর পর সামুতে ফিরে এলাম

বদ পোলাপাইনগুলো আমাকে শুধু শুধু মাইনাস দেয়। বেশি মাইনাস দিলে আবার চলে যাব।

সামুতে রেজিস্ট্রেশন করেছিলাম আজ থেকে আড়াই বছর আগে। কিছু পোষ্টও করেছিলাম মাউসে ক্লিক করে। ওইগুলো সব ড্রাফট করে রেখেছি।

একেকটা পোষ্ট করতে সময় লাগত প্রায় ঘন্টা খানেক। এখন বাংলা লেখা অনেক সোজা। বাংলা টাইপিং কঠিন দেখে তখন ব্লগিং কন্টিনিউ করি নাই। এখন যেহেতু বাংলা টাইপিং শিখেছি তাই টুকটাক বিভিন্ন ব্লগ সাইটে লেখালেখি শুরু করলাম। সামু ছেড়েছি সেই আড়াই বছর হল।

সামুতে ছাগুদের উৎপাত অনেক ছিল। এখন অবশ্য অনেক কমে গেছে। কিছুদিন আগে দেখি পুরানো ব্লগার এরশাদ বাদশাহ কিছু পুরানো ব্লগারকে ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন। ওনার পোষ্ট দেখে সামুতে চলে এলাম। ধন্যবাদ এরশাদ বাদশাহ।

সামুতে ছাগুদের প্রচুর নিক দেখা যাচ্ছে। এদের তাড়াতে আমি সোচ্চার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।