আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাহাম গ্রিন

To put the world right in order, we must first put the nation in order; to put the nation in order, we must first put the family in order; to put the family in order, we must first cultivate our personal life; we must first set our hearts right -Confucius
বিশ শতকের বিশিষ্ট ইংরেজ ঔপন্যাসিক, নাট্যকার ও সাহিত্য সমালোচক গ্রাহাম গ্রিন ১৯৯১ সালের ৩ এপ্রিল সুইজারল্যান্ডের ভিভেতে মৃত্যুবরণ করেন। আধুনিক বিশ্বের নৈতিক এবং রাজনৈতিক বিষয়গুলোর সাদৃশ্য ও বৈপরীত্বের (অসনরাধষবহঃ) প্রতিচ্ছবি তার রচনায় ফুটে ওঠে। ব্রাইটন রক, দ্য পাওয়ার অ্যান্ড দ্য গ্লোরি, দ্য হার্ট অব দি মেটার, দ্য এন্ড অব দি অ্যাফেয়ার প্রভৃতি তার রচিত বিখ্যাত উপন্যাস। ১৯০৪ সালের ২ অক্টোবর গ্রাহাম গ্রিন জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারে চার্লস হেনরি গ্রিন এবং ম্যারিয়ন রেসন্ড গ্রিনের ঘরে। অল্প বয়স থেকেই গ্রিন কিছু মানসিক জটিলতায় ভুগতেন।

স্কুলে থাকতেই বেশ কবার আত্মহত্যার চেষ্টা চালান তিনি। ইতিহাসে স্নাতক ডিগ্রি লাভের পর গ্রিন সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। দি টাইমস পত্রিকায় তিনি সহ-সম্পাদক ছিলেন। ১৯২৭ সালে তিনি ভিভিয়েন নাম্নী এক রমণীকে বিয়ে করেন। কিন্তু এক সময় তিনি ভিভিয়েনের কাছ থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করতেন।

তবে ক্যাথলিক ধর্মানুসারী হওয়ায় তিনি বিয়ে বিচ্ছেদ ঘটাননি বা আবার বিয়ে করেননি। একটি অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে গ্রিন ১৯৬৬ সালে দেশ ত্যাগ করেন। ১৯৮১ সালে তিনি জেরুজালেম পুরস্কারে ভূষিত হন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.