আমাদের কথা খুঁজে নিন

   

রাজস্থানের লক্ষ্য ১৯৫ রান

ডোয়াইন স্মিথ, দিনেশ কার্তিক ও কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে মুম্বাই ইন্ডিয়ানস। জয়ের জন্য রাজস্থান রয়্যালসকে বেঁধে দিয়েছে ১৯৫ রানের দুরুহ লক্ষ্যমাত্রা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংসটি খেলেছেন ওপেনার ডোয়াইন স্মিথ। দিনেশ কার্তিক ৪৩ ও কাইরন পোলার্ড ৩৪ রান করেছেন। শচীন টেন্ডুলকারের ব্যাট থেকে এসেছে ২৩ রান।


টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেছেন মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটসম্যানরা। চতুর্থ ওভারে টেন্ডুলকারের উইকেট হারালেও রানের গতি কমতে দেননি আরেক ওপেনার ডোয়াইন স্মিথ ও দিনেশ কার্তিক। দ্বিতীয় উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ৬৮ রান। ১১তম ওভারে এই জুটি ভাঙ্গতে সক্ষম হন রাজস্থান রয়্যালসের অফস্পিনার সাইদ মোহাম্মদ। ৩৬ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলে ফিরে যান স্মিথ।

চতুর্থ উইকেটে ৫১ রানের ঝড়ো জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান দিনেশ কার্তিক ও কাইরন পোলার্ড। ইনিংসের ১৮তম ওভারে পরপর তিন বলে আউট হন কার্তিক, আম্বাতি রাইডু ও কাইরন পোলার্ড। শেষপর্যায়ে হরভজন সিংয়ের ৮ বলে ১৬ রানের ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ১৯৪ রান জমা করে মুম্বাই। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।