আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধপরাধীর বিচার এবং অতি দরকারী কিছু কাজ কি পাশাপাশি চলতে পারে না?

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

(যুদ্ধাপরাধী ইস্যু অপেক্ষা আপনি যদি বিদ্যুত/গ্যাস/যানজট/পানি সমস্যাকে এই মুহুর্তে বড় করে দেখেন তাহলে যুদ্ধপরাধীর বিচার নিয়ে আপনার আন্তরিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলবে। কাজেই সেদিকে না যাওয়াই ভালো। যুদ্ধপরাধীর বিচারের জন্য রাষ্ট্রযন্ত্রের সমস্ত অংশ ব্যস্ত থাকার কথা না, কাজেই আমরা আশা করতে পারি যুদ্ধপরাধীর বিচারের পাশাপাশি বিদ্যুত/গ্যাস/যানজট/পানি সমস্যাকে কিছুটা লাঘব করার চেষ্টা কি করা যায় না? মাননীয় প্রধানমন্ত্রী ড. শেখ হাসিনা যদিও বিদ্যুত সমস্যার আপাতত সমাধান দিতে পারবেন না বলে জানিয়েছেন। তার এই স্বীকারোক্তি আমাকে মুগ্ধ করেছে। তাই তার উদ্দেশ্যে আমার কিছু আর্জি...) মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অসংখ্য ডক্টরেট ডিগ্রীধারী।

আপনার অনেক অভিজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি ক্ষমতা পাবার পর কি আপনি জানতেন না একদিন কালের নিয়মে দেশে গরম পড়বে, এবং তখন বিদ্যুত/পানি নিয়ে সমস্যা হবে? মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি বিএনপি জোট সরকার দেশের বারোটা বাজিয়ে গেছে, দেশের অর্থনীতি শেষ করেছে, দেশে এক মেগাওয়াট বিদ্যুত ও উতপন্ন করেনি। তাহলে ক্ষমতা পাবার সাথে সাথেই এব্যাপারে কার্যকরী সিদ্ধান্ত গ্রহন করা আপনার কর্তব্য ছিলো না(কর্তব্যের কথা বলেছি বলে বেয়াদবী নিবেন না)? নাকি জোট সরকারের মতো আরেকটি কানসাট না হলে আপনাদের বোধোদয় হবে না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চান দেশকে ডিজিটাল বানাতে। এরজন্য আপনাকে, আপনার সুযোগ্য সন্তানকে সাধুবাদ। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বোধহয় জানা নেই ডিজিটাল সমস্ত পন্যই বিদ্যুতে চলে।

নাকি আপনার ল্যাপটপ কখনও প্লাগে লাগাতে দেখেননি তাই ভেবে বসে আছেন ল্যাপটপ বিদ্যুত ছাড়াই চলে? না, মাননীয় প্রধানমন্ত্রী, ল্যাপটপেও চার্জ দিতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি ভেবে বসে আছেন ডিজিটাল বাংলাদেশ মানেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে প্রত্যন্ত অঞ্চলের নেতা কর্মীর সাথে ভিডিও কন্ফারেন্স? না মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশ মানেই শুধু ভিডিও কনফারেন্সই নয়। ভিওআইপি(যাকে কিছু গর্দভ এখনও অবৈধ করে রেখেছে) দিয়ে কথা বলাও ডিজিটালের অংশ। মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকার একটি বড় অংশজুড়ে পানি নিয়ে হাহাকার চলছে। লালচে, কখনও কালো দুষিত পানি খেয়েও অনেকে জীবন যাপন করছে।

ডায়েরীয়ায় আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে। ক্ষমতা হাতে পাবার পরেই এই সমস্যা নিরসনেও কাজ করা যেতো মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু হত্যার ন্যায় বিচারে আমরা সবাই খুশি মাননীয় প্রধানমন্ত্রী। সুযোগ থাকা সত্তেও আপনি দেশের প্রচলিত আইনের মাধ্যমেই তাদের বিচার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এর পাশাপাশি কি যানযট নিরসনের জন্য কি কাজ করা যেতো না? মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে বিগত জোট সরকার কি করে গেছে এই অযুহাত দেখিয়ে এই সমস্যাগুলো এড়িয়ে যাবার চেষ্টা করবেন না মাননীয় প্রধানমন্ত্রী।

আপনি ক্ষমতা পাবার পরেও হাতে প্রায় দেড় বছর পেয়েছেন। আপনার আন্তরিকতা প্রদর্শের জন্য এই সময়টুকুই যথেষ্ট মাননীয় প্রধানমন্ত্রী। জোট সরকার কি করেছিল এটা শোনার জন্য আপনাকে কেউ ক্ষমতায় পাঠায়নি মাননীয় প্রধানমন্ত্রী, বরং আপনি কিছু ভালো কাজ করবেন জনগনের সুবিধার জন্য, সে কারনেই আপনাকে ক্ষমতা দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো - "ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহন করে না"। যারা করে তারা ঠকে না, যারা করেনা তাদের ঠিকানা ডাস্টবিন ছাড়া আর কোথাও হয় না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।