আমি ভাই নিজেরে কমই চিনি :) বাসায় ফিরার পথে , যা কে আমরা বঙ্গবাজার মোড় বলে থাকি চোখে আসল মায়াময় একটি দৃশ্য । "প্রত্যাশা-মৃণাল হক" মোমবাতি দিয়ে আলোকিত । যেন যুদ্ধের উন্মাদনায় মত্ত মূর্তি গুলি ।
জিজ্ঞাসা করলাম, দাদু কার উদ্যোগ এটা এ জবাব এল , বাবা আমরা শাহাবাগ মুক্তিযোদ্ধা কমান্ড এর উদ্যোগ এটা । আপনারা সবাই মিলে যা করছেন, তা আমাদের সেই পুরনো সময়টাকে মনে করে দিল ।
অপর আঙ্কল আসলেন । বাবা তোমাদের কাছে আমাদের শুধু একটাই চাওয়া, তোমরা এই রাজাকার গুলোকে ছেড়ে দিও না । এরা ৭১'এ যা যা করেছে তা কখনই ভোলার মত না । তোমরা এদের ছেড়ে দিও না ।
একজন বয়স্ক মানুষের চোখের জল এর সাক্ষী আমি ।
আর তাঁর সেই বেদনায় ভরা চোখ শত অপরাধ এর সাক্ষী । সেখানে ছিলোনা কোন অর্থলোভ ছিলোনা কোন রাজনৈতিক দল ।
তরুণরা ,হও মুসলিম হও হিন্দু , নজরুল-সুকান্তের প্রানের ডাকে জাগরিত প্রাণে জেগে উঠ । এর বিচার হবেই । দাবী একটাই, অপরাধের যোগ্য শাস্তি চাই।
শাস্তি অপরাধীদের পেতেই হবে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।