আমাদের অন্যতম প্রধান সমস্যা এখন বিদ্যুৎ। এই বিদ্যুতের কারণেই সকল উন্নয়ন এখন স্থবির । প্রত্যেক সরকারই বিগত সরকারের ব্যর্থতার কারণ দেখায়। তাই এখন সময় এসেছে অতীতের কাঁদা-ছুঁড়াছুড়ি থেকে বেড়িয়ে আসার।
চীন, যুক্তরাষ্ট্র এবং দক্ষিন কোরিয়া পারমানবিক বিদ্যুৎ স্থাপনে যে স্মাড়ক সই করেছিল, সেই সই থেকে তিনটি দেশই এখন পিছিয়ে গেছে খবরে প্রকাশ।
সম্প্রতি রাশিয়ার সাথেও পারমানবিক স্মাড়ক সই করেছে বাংলাদেশ। বর্তমান রাশিয়ার ৩০ হাজার মেগাওয়াটের মধ্যে ২৫ হাজার মেগাওয়াটই পারমানবিক বিদ্যুৎ ব্যবস্থায় উৎপ্নন হয়।
তাই আমার বিশ্বাস, বাংলাদেশের বিদ্যুত ব্যবস্থা উন্নয়নে রাশিয়ার পারমানবিক অভিজ্ঞতা নেয়া উচিৎ এবং দ্রুত এক সাথে কাজ করা।
গত সপ্তায় মালয়শীয়ার কুয়ালা লামপুর প্যাভেলিয়ন মার্কেটে গোল্ড সিনেমা হলের সামনে বেশ কয়েকটি ফেস্টুন চোখে পড়ল। তাতে লেখা, ''আর্থ আওয়ার''।
পৃথীবেকে ভালবেসে আসুন বিদ্যুৎ সাশ্রয় করি।
আমরাও পারি যার যার অবস্থান থেকে বিদ্যুৎ সাশ্রয় করতে।
এটা আমার প্রথম পোস্ট। আমি লিখতে পারিনা, তবুও চেষ্টা করলাম। নিয়মিত যারা ব্লগ লিখেন, তাদের অনেকের লেখা ভীষণ ভাল লাগে।
কীন্তু মন্তব্য লিখতে পারিনা। এখন সময় পেলে সামহোয়ার ব্লগে সময় কাটাই। প্লিজ বানান ভুল হলে ঠিক করে দিবেন। সবাই কে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।