আন্তজার্তিক আইনে যুদ্ধাপরাধের বিচারে সার্বজনীনতা নীতি
কিছু অপরাধআছে যার উপর সব রাষ্ট্রই এখতিয়ার প্রয়োগ করতে পারে। এই অপরাধ সমূহ আন্তজার্তিকভাবে স্বীকৃত বিধায় এগুলোকে আন্তজার্তিক অপরাধ বলে।
অপরাধ আন্তজার্তিক বলেই এখতিয়ার প্রয়োগের ভিত্তি সার্বজনীন অর্থাৎ যে কোনো রাষ্ট্র বা জাতীয়তা নিরপেক্ষভাবে বিচার করার এখতিয়ার প্রয়োগ করতে পারবে।
অপরাধ গুলো হলো--------
১ শান্তির বিরুদ্ধে অপরাধ।
২ মানবতার বিরুদ্ধে অপরাধ।
৩ যু্দ্ধ সংক্রান্ত আইন ও প্রথা লঙ্ঘনের অপরাধ
যেমন : গনহত্যা, গনহত্যা ইন্ধন দেয়া-সাহায্য করা,যুদ্ধে সাধারণ জনগন হত্যা,জলদস্যুতা ।
গনহত্যা সার্বজনীনভাবে স্বীকৃত অপরাধ । ১৯৪৮ সালের গনহত্যা প্রতিরোধ ও গনহত্যার জন্য শাস্তি সংক্রান্ত কনভেনশনে এ বিষয়ে বিশদ উল্লেখ রয়েছে।
২য় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার কাজ এখনো চলছে ,গনহত্যা ও যুদ্ধাপরাধের বিচারের মেয়াদ কখনো শেষ হয়ে যায়না। তাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধীদের জন্য বিশ্বের যে কোনো রাষ্ট্র যে কোনো সময় এর বিচার করতে পারবে।
এই কেসটা war crime এর বিচার করা অনেক সহজ করে দিয়েছে
Attorney General of Government of Israel .Vs. Eichmann 1961
যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য করে তোলা কঠিন হবে: মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল
আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা মানে কি war crime করছে প্রমান আছে বিচার হবে যদি আমাদের সরকারের সদিচ্ছা থাকে ।
এক দেশের war crime এর বিচার করার ক্ষমতা অন্য দেশের করার গ্রহণযোগ্যতা থাকলে আমাদের কেনো গ্রহণযোগ্যতা থাকবে না ।
আমাদের বিরুদ্ধে করা war crime আমরা বিচার করবো গ্রহণযোগ্যতা আরো বেশী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।