আমাদের কথা খুঁজে নিন

   

আন্তজার্তিক নারী দিবস ..........

আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন

আজ ছিল আন্তজার্তিক নারী দিবস .......... যখন banglalink এর পক্ষ থেকে একটা কার্ড পেলাম তখন মনে পড়ল আজ যে,আন্তজার্তিক নারী দিবস .......... একজন নারী আত্ননির্ভরশীল হলেই তার ভেরত স্বাধীনতা সওা বিকাশিত হবে........ আন্তজার্তিক নারী দিবসে নারীদের নিয়ে কথা বললেই হবে না, তাদের অবস্থানকে সঠিক ও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে............ নারীকে আরো বেশী গঠনমূলক ,কল্যাণকর ও উন্নয়নশীল কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। "বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর" নর ও নারী কারো থেকে কেউ কম নয়............ একটা নারীর সাফ্যলের পিছনে যেমন পুরুষের অবদান আছে, তেমনি একজন পুরুষের এর সাফল্যের পিছনে নারীর উৎসাহ উদ্দিপনা ও ভালবাসারও প্রয়োজন আছে................. নারী দিবস উপলক্ষে সমগ্রনারী জাতিকে জানাচ্ছি অভিনন্দন....................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.