মোজাফফর হোসেনের ছড়া
বাবু সোনার চিন্তা
বাবু সোনা, বাবু সোনা
করছ কি এখন?
মা বলেছে, খেলবে না
কাঁদবে না যখন তখন।
বাবা বলেছে, লক্ষ্মী সোনা
বলছি যা শোন দিয়ে মন
হামাগুড়ি কাটবেনা
হাসবেনা অকারণ।
ভাইয়া বলেছে, খাটি সোনা
এক্ষুনি কর পন,
‘মিথ্যা কথা বলব না
মানবো যা বলে গুরুজন। ‘
আপা বলেছে, ভাই সোনা
চুপটি করে বস কিছুক্ষণ
এটা সেটা খাবি না
দেখবি না বাজে স্বপন।
বাবু সোনা, বাবু সোনা
তাই ভাবে সারাক্ষণ
সবই যে তার হয়েছে মানা
করবে কি এখন!
দুষ্টু মেয়ের মিষ্টি কথা
লক্ষ্মী সোনা মেয়ে আমি
পুতুল নিয়ে খেলি
একটু খানি বকলে কেউ
অমনি কেঁদে ফেলি।
বাবা বলেন, অংক শেখো
মা বলেন, ইংরেজী
আমি বলি, গান শিখবো
নাচ শিখতে রাজি।
এটা-ওটা ভাঙ্গাভাঙ্গি, দুষ্টুমিটেও
পটু, এদিক-ঐদিক ছুটোছুটি
মিথ্যাও বলি একটু-আধটু।
কার্টুন আমার খুবই প্রিয়
সুযোগ পেলেই দেখি
পড়াশুনা বাদ দিয়ে
ছুনো-পাউডার মাখি।
তাই বলে ভেবোনাকে, আমি
বড্ড ফাকিবাজি! দেখো,
এসব ছেড়ে হব একদিন
মস্ত বড় হাজী!
বিড়াল ছানা
টুকটুকে এক বিড়াল ছানা
আমার আছে জানা শোনা
সকাল সন্ধ্যা খেলে সে
আমার কথা শোনে শেষে।
আশে পাশে শত্রু যখন
মিউ মিউ সে ডাকে তখন
আমার কথায় শান্ত ছেলে
অশান্ত সে দুধ না পেলে।
এ ঘর সে ঘর রাজ্য তার
গলাই তার মুক্তার হার
বন্ধুরা সবাই জানায়,
এ সাঝ শুধু তাকেই মানায়।
পরের দুঃখে কাঁদে সে
পরের সুখে হাসে
মানুষ হয়েও আমরা তবে
কেন বিসৃঙ্খলা করি ভবে?
ইংরেজী বিভাগ, রাবি
০১৭১৭৫১৩০২৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।