আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!
রাত ৩ টা। পরের দিন সকাল সাড়ে নয়টায় পরীক্ষা । গভীর ঘুমে। কিছুক্ষণ আগে ঘুমিয়েছি।
মোবইলের রিং টোন অফ।
হঠাৎ বেজে উঠে মোইল!!মেসেজ এসেছে।
ভেঙ্গে যায় ঘুম। হাত বাড়িয়ে পড়ার চেষ্ঠা করি, জরুরী কোন মেসেজ কিনা!!
মেসেজ পাঠিয়েছে জিপি!!!
কোথায় যেন কোন সিনেমা হবে সেই তথ্য!!
মেজাজটাই গরম হয়ে যায়। এতো রাতে না পাঠালেই হতো না এমন গুরুত্বপূর্ণ মেসেজ!!
এমন অনেক মেসেজ আমি গ্রামীণ ফোন থেকে পেয়েছি।
নাচ গান থেকে শুরু করে কল রেট বাড়ানো কোন টাই বাদ দেয়নি এই মহান অপারেটরটি!!
রাত দুপুর, সকাল বিকাল, এমন কোন সময় নেই যে মেসেজ পাইনি!!
হয়েছি বিরক্ত , ত্যাক্ত!!
তারপর একদিন মহান ১২১ এ ফোন করে বললাম , আমাকে মাপ করো,
জিপির কোন মেসেজ আমার দরকার নেই!!
তোতো পাখির মত মিষ্টি সুরে বলল, স্যার আমার কিছু করার নেই।
তবে আমি আপনার বিষয়টি আরো উপরে জানানো!!
না সেই মিষ্টি সুরের নারী জানায়নি!!
তারপর আরো একদিন,
তারপর
আরো কয়েকদিন!!
অত:পর..................................
বাংলাভাষার সবচেয়ে সুন্দর শব্দ দিয়ে বিশেষিত করে আবারো ফোন!!
এবার মনে হয় কাজ হয়!!
বাংলা ভাষায় এমন শব্দ আছে যা শুনলে যে কেউ একটু কাজ করে, হয়ত নিজের জন্ম পরিচয় নিয়ে সন্দিহান হয়েই কাজ করে!!
আর এসব করতে আমার চলে হেছে প্রায় কয়েকশ টাকা!!!
অবশেষে মুক্তি
শেষে এখন আমি মুক্ত!!
মহান অপররেটর গ্রামীণ থেকে কোন মেসেজ এখন আর আমার মোবাইলে আসে না!!!
ধন্যবাদ গ্রামীণ ফোন!!!
অনেক ধন্যবাদ!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।