আমি তৃতীয় বারের মত সেফ হলাম। আমকে কেন সাধারন এবং ওয়াচ করা হয়েছিল তার নেপথ্যে কারন কি সেই কথা আপনাদের আজ বলবো। প্রথম বার আমার লেখা ছাত্রলীগের বিরুদ্ধে গিয়েছিল তাই আমাকে সাধারন করা হয়েছিল। কিন্তু আমার সেই লেখায় ১৮ টা প্লাস এবং ১০ টা মাইনাচ ছিল তারপরো কেন আমাকে সাধারন করা হয়েছিল তা আমি এখনো বুঝতে পারলাম না। এরপর দ্বিতীয়বার আমাদে সাধারন না ডাইরেক্ট ওয়াচ করা হয়েছিল কিন্তু কারন কি আমার ঐ লেখাটা গিয়েছিল সরকারের বিপক্ষে। সেখানেও আমার প্লাস এর পরিমান বেশী ছিল মাইনাচ থেকে।
সুতরাং এর অর্থ কি? তাই স্বাভাবিক ভাবে কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
এই লেখার জন্য আবার যেন সাধারন না হয়ে যাই এই ভয়ে আছি!
এখন থেকে মনে মনে সিদ্ধান্ত নিলাম যাই হোক না কেন সরকার বা ছাত্রলীগ যাই করুক না কেন সব ঠিক বলবো! তাদের সব কাজই হালাল। আমি আর সাধারন বা ওয়াচ হতে চাই না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।