মারে মামা মারে
আমাদের মধ্যে অনেক অতি আগ্রহী ইত্যিমধ্যে এয়ারটেলের আগমনে এয়ারটেল আইসা এই করবে সেই করবে বলে নানা কথা বলতেছে আজকে এক ফোরামে দেখলাম একজনতো সরাসরি বলেই দিয়ে দিয়েছে যে এয়ারটেল সরাসরি ৩ জি নিয়ে আসবে আর কম দামে ইন্টারনেট দিবে আরে গাধা ৩জির লাইসেন্সতো আগে পেতে হবে আর ব্যান্ডউইথ এর দাম না কমালে এরা কমাবে কি করে আরেকদল বলে জিপি শেষ । আরে ভাই জিপি হলো ২ কোটি ৪০ লাখ গ্রাহকের বিশাল নেটওয়ার্ক জিপির সাথে খেলা এত সহজ না। আর এই দেশে ব্যবসা করতে আসবে জনসেবা না । আচ্ছা বাদ দেন এইসব কথা বাংগালী হুজুগে প্রিয় । আগে আসুক তারপর দেখবেন সব ঠান্ডা ।
ওয়াইম্যাক্স এর মত আরকি ।
আসল কথা হইলো কেন জিপি ভয় পেতে পারে তার কিছু কারন আজকে বাহির করলাম
১. ব্র্যান্ডিং জিনিসটা হইলো সবচেয়ে ভয়ংকর ব্যাপার আর আমরা যেহেতু সারাদিন ইন্ডিয়ান চ্যানেল দেখি তাই এয়ারটেলের ব্যান্ডিং ভ্যালু জিপির চেয়ে অনেক বেশি । এই ব্যান্ডিং এর কারনে অনেক মানুষ এয়ালটেলে কনভার্ট হওয়ার চান্স বেশি। যদিও জিপির টেলিনর অণেক বড় কোম্পানি তবুও যেহেতু আমরা এয়ারটেল চিনি বেশি তাই আমাদের কাছে জিপির নামের চেয়ে এয়ালটেলের ব্যান্ডিং ভ্যালু বেশি
২ এয়ারটেলের মডেল হিসেবে আসবে শাহরুখ খান সহ ভারতের নামিদামি তারকারা আর এতেই বাংগালি কাইত ।
৩.যারা সারাদিন ভারতের চ্যানেল দেহে এরা এয়ালটেলের প্রতি আগ্রহ দেখাবে বেশি ।
তবে জিপিও কম যাবেনা জিপির আছে বিশাল গ্রাহক সংখ্যা তাই এরা ইচ্ছামত বাজারের উঠানামা করাতে সক্ষম ।
তার উপরে জিপি ভালো করে জানে বাংগালি কি খায় । তাই জিপির সাথে পেরে উঠা এত সহজ হবেনা । এত বছর ধরে জিপি আমাদেরকে চড়াইয়া খাইছে তাই এরা আমাদেরকে হাড়ে হাড়ে চিনে । আর জিপির অফার গুলো অন্যদের জণ্য কাল হয়ে দাড়ায় তাই অন্যরাও কলরেট জিপি হতে কম রাখে ।
আবার জিপি তার বিনোয়োগকৃত টাকার কয়েকগুণ নিয়ে গেছে তাই এদের বিনোয়োগ নিয়ে কোন ভয় নেই । আবার বিশাল গ্রাহকের কারনে এরা যেকোন অফারই দিতে সক্ষম ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।