সুপ্রিয় বন্ধুরা,
কেমন আছেন ? নিশ্চয়ই ভাল না। কারন ফেলানি হত্যার সুষ্ঠু কোন বিচার হয়নি । আজ কয়দিন যাবত বিভিন্ন সোসাল নেটওয়ার্ক গুলতে ভারতের পণ্য বয়কটের জন্য তীব্র প্রচারণা চলছে। সেখানে এয়ারটেলের নামও বর্জনের খাতায় উঠেছে । কিন্তূ হুট করে তা সম্ভবনা।
যাই হোক কাজের কথায় আসি। অপেরা মিনি দিয়ে এয়ারটেলের নেট কম খরচে চালানোর এক্তি সিস্টেম পেয়েছি জা আজ আপনাদের সাথে সেয়ার করবো।
আমি আমি symphony w10 এ ট্রাই করেছি। প্রথমে আপনার সেটিং অপশন এ গিয়ে কোড গুলো বসান
proxy: 141.0.11.253
apn: internet
port:80
server: http://0.facebook.com
সেভ দিন । এখন একটি অপেরা হ্যান্ডলার ডাউনলোড করে নিন।
অপেরা হ্যান্ডলারটি ওপেন করুন। এবার সেটিংগুলো দিনঃ
http://gpfree.wapka.me/download-1-781c3592d401829f5c5c/Opmin652hui.apk
Front query: 0.facebook.com/ [ “/” অবশ্যই দিতে হবে ]
Proxy type: real host
Server: 0.faebook.com
কাজ শেষ। অপেরা ইন্সটল হবে। এভাবে ব্রাউসিং আর ডাউনলোড করতে থাকুন। আরেকটি কথা আপনাকে মেগাবাইট অথবা ব্যালেন্স রাখতে হবে।
কারন টাকা কাটবে তাও খুব সামান্য। সম্পূর্ণ ফ্রি নয় কিন্তু।
কাজ হল কিনা দয়া করে জানাবেন। আর এই ট্রিকটি দিয়েছেন রানা ভাই। সেখানে এন্ড্রয়েডের সিস্টেমটি অগোছালো ছিল।
তাকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।