বৃহস্পতিবার রাত আটটা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ফেরিটি বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন ইজারাদার মো. মনির হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফেরির হাইড্রোলিক ফিল্টারে ত্রুটি দেখা দেয়ায় এই সমস্যা হয়েছে।
ফেরিটি ঠিক করার জন্য শুক্রবার সারাদিন কাজ চললেও তা চালু করা সম্ভব হয়নি বলে জানান মনির হোসেন ।
এ ব্যাপারে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
নদী পার হতে না পেরে পিরোজপুরসহ খুলনা, বাগেরহাট, মঠবাড়িয়া ও পাথরঘাটাসহ অন্তত পাঁচ-ছয়টি রুটের বিভিন্ন যানবাহন এবং কয়েকশো যাত্রী দুর্ভোগে পড়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।