আমাদের কথা খুঁজে নিন

   

কালরাতের প্রহরী

শুকতারা তবু "আঁধার ফুরাবে" আশ্বাস দিয়ে যায়...

সেই রাতে যেই ঠেকলো দেয়ালে পিঠ, আকাশে বাতাসে মুক্তির সঙ্গীত। দু'হাত বাড়িয়ে তুমি দিলে হাতছানি শিহরিত প্রাণে মুক্তি-অভয়-বাণী। "মারো নয় মরো"- কানে বাজে বারবার ট্রিগারে আঙ্গুল; অস্ত্রের ঝঙ্কার। রক্তে রক্তে কালবোশেখীর ঝড় ঘুম ভেঙ্গে জাগে দিকে দিকে দুর্মর। রক্তস্নাতা জননী আমার কাঁদে; শোক ভুলে ক্ষোভে জাগৃতি বুক বাঁধে। সাড়ে সাত কোটি সন্তান দেয় হাঁক, পৃথিবীর চোখ তন্ময়-নির্বাক। রক্তে লিখেছি কাব্য, বেঁধেছি বোমার আওয়াজে সুর, তেজ কাটালের তেজে ভেসে গেছে শত্রু; হয়েছে মূঢ়। রক্তের দামে তোমায় এনেছি কিনে... স্বাধীনতা, তুমি ফেরো নাই পুরনো এ পথ চিনে... লুঠেরার ছোরা-বারুদ-বুলেট বুকে নিয়ে অবশেষে উপসাগরের নোনা মোহনায় তোমাকে পেলাম এসে... (কবিতাটা ক্লাস ৮ বা ৯ এ পড়ার সময় লিখেছিলাম। কত অদ্ভূত ছিলো সেই সময়ের অনুভুতিরা... এখন কি ঝিমিয়ে পড়ছি...? কে জানে?)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।