রাজাকার ও তাদের বংশধরেরা ইতিহাসের আস্তাকুঁড়ে ঠাই পাবে
ব্লগে রাজাকারদের বিচারের কথা তুললেই ছাগুর দল বিষয়টাকে বাইপাস করার জন্য রব তুলে যে বর্তমান সরকারের শ্রম মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ নাকি রাজাকার ,জামাত শিবিরের আর অন্যান্য অপ্রচার মতো এটাও যে ভূয়া তা একটু গবেষণা করলেই পাঠকেরা বুঝতে পারবেন
প্রথমেই মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডারদের প্রণীত ৫০ জন রাজাকারের তালিকার দিকে একটু চোখ বুলান যাক
১। গোলাম আযম, আমির, পূর্ব পাকিস্তান জামাত-ই-ইসলামী, পিতা-মৃত মওলানা গোলাম কবীর, গ্রাম-বীরগাঁও, থানা-নবীনগর, জেলা-কুমিল্লা।
২। মওলানা এ কে এম ইউসুফ, পিতা-মুন্সি আজিম উদ্দিন, গ্রাম-রাজর, শরণখোলা, জেলা-খুলনা।
৩।
মতিউর রহমান নিজামী, সভাপতি, ইসলামী ছাত্র সংঘ, পিতা-লুৎফর রহমান ফকির, গ্রাম-সাঁথিয়া, জেলা-পাবনা।
৪। দেলোয়ার হোসাইন সাঈদী, পিতা-মৌলভী ইউসুফ আলী সিকদার, জিয়ানগর, সাউথখালি, পিরোজপুর।
৫। মোঃ কামরুজ্জামান, জামালপুর ইসলামী ছাত্র সংঘের নেতা, জেলা-শেরপুর।
৬। মওলানা আব্দুর রহিম, পিতা-কবীর উদ্দিন, গ্রাম-শিয়ালকাঠি, কাউখালী, বরিশাল।
৭। আববাস আলী খান, জামাতের সিনিয়র নায়েবে আমির।
৮।
আলী আহসান মোহম্মদ মোজাহিদ, প্রেসিডেন্ট, ইসলামী ছাত্র সংঘ, জেলা-ফরিদপুর।
৯। আব্দুল কাদের মোল্লা, মিরপুর, ঢাকা।
১০। মোঃ হামিদুল হক চৌধুরী, পিতা-আববাস আলী চৌধুরী, গ্রাম-রাজনগর, ফেনী, নোয়াখালী।
১১। খাজা খায়রুদ্দিন, পিতা-খাজা আলাউদ্দিন, ১৫, আহসান মনজিল, কোতোয়ালি, ঢাকা।
১২। মাহামুদ আলী, পিতা-মোজাহেদ আলী, গ্রাম-সুনামগঞ্জ, জেলা-সিলেট।
১৩।
মোঃ আবদুল আলীম, পিতা-আবদুল ওয়াহেদ, জয়পুরহাট পৌরসভা, জয়পুরহাট, বগুড়া।
১৪। এ এম এস সোলায়মান, বৈদ্যের বাজার, ঢাকা।
১৫। সালাউদ্দিন কাদের চৌধুরী, পিতা-ফজলুল কাদের চৌধুরী, রাউজান, চট্টগ্রাম, গুড হিল, চট্টগ্রাম।
১৬। ফজলুল কাদের চৌধুরী, গ্রাম-গোহিরা, রাউজান, চট্টগ্রাম, গুড হিল, চট্টগ্রাম।
১৭। জুলমত আলী খান, পিতা-শামসের আলী খান, গ্রাম-বড়ইকান্দি, ফুলপুর, ময়মনসিংহ।
১৮।
কাজী কাদের, পিতা-কাজী আবেদ উদ্দিন আহমেদ, গ্রাম-খিলমনি, জলঢাকা, জেলা-রংপুর।
১৯। খান আবদুস সবুর খান, পিতা-মৃত নাজমুল খান, গ্রাম-সৈয়দ মহল্লা, ফকিরহাট, খুলনা।
২০। মওলানা ফরিদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট, পাকিস্তান ডেমোক্র্যাটিক পার্টি।
২১। শাহ মোঃ আজিজুর রহমান, পিতা-শাহ মোহাম্মদ সিদ্দিকী, গ্রাম-থানাপাড়া, কোতোয়ালি, জেলা-কুষ্টিয়া।
২২। মওলানা আব্দুল মান্নান, পিতা-শাহ মোঃ ইয়াসিন, গ্রাম-কেরোয়া, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর,
২৩। ডা. আবু মোতালেব মালেক, গর্ভনর, পূর্ব পাকিস্তান সরকার ’৭১।
২৪। মোঃ ইউনুস, ছাত্র সংঘের কেন্দ্রীয় কমিটির নেতা।
২৫। এ বি এম খালেক মজুমদার, পিতা-আব্দুল মজিদ মজুমদার, গ্রাম-দোহাটা, হাজিগঞ্জ, কুমিল্লা।
২৬।
এ এন এম ইউসুফ, পিতা-আবদুল গণি, গ্রাম-ডাকপাড়া, কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট।
২৭। নুরুল আমিন, পিতা-মৃত জহির উদ্দিন, গ্রাম-বাহাদুরপুর, নান্দাইল, ময়মনসিংহ।
২৮। এ কিউ এম শফিউল ইসলাম, পিতা-আবদুস সোবহান, বীরগাঁও, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা।
২৯। আবদুল মতিন, ডেপুটি স্পিকার ন্যাশনাল এসেম্বলি, পিতা-হেলাল উদ্দীন মিঞা, গ্রাম-সোহাগপুর, থানা-বেলকুচি, পাবনা।
৩০। অ্যাড. মোঃ আইনুদ্দিন, পিতা-মৃত মইনুদ্দীন, গ্রাম-শ্যামপুর, মতিহার, রাজশাহী।
৩১।
মওলানা নুরুজ্জামান (আইআরপি), প্রচার সম্পাদক, জামাতে ইসলামী।
৩২। মওলানা মোঃ ইসহাক, মন্ত্রী, পূর্ব পাকিস্তান সরকার ’৭১।
৩৩। গোলাম সরোয়ার, আমির, ঢাকা জেলা জামাত, পিতা-নুর”ল হাদি, গ্রাম-হাবিবপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী।
৩৪। মোঃ আকতার উদ্দিন আহমেদ, মন্ত্রী, পূর্ব পাকিস্তান সরকার ’৭১।
৩৫। মওলানা আবদুস সোবহান, পিতা-নইমুদ্দিন, হাজি মহসিন রোড, কোতোয়ালি, পাবনা।
৩৬।
ক্যাপ্টেন (অব.) আব্দুল বাছেদ, গ্রাম-বেলা, কালিহাতী, টাঙ্গাইল।
৩৭। আব্দুল মতিন ভুঁইয়া, পিতা-আব্দুল গণি ভুঁইয়া, গ্রাম-নান্দাইল, ময়মনসিংহ।
৩৮। মোঃ আবদুল কাশেম, গ্রাম-উলিপুর, রংপুর।
৩৯। ওবায়দুল্লাহ মজুমদার, পিতা-আলী আজম মজুমদার, গ্রাম-দক্ষিণ ছাতরা, ছাগলনাইয়া, ফেনী, নোয়াখালী।
৪০। মীর কাশেম আলী, পিতা-মোস্তাফিজুর রহমান, গ্রাম-মোহরা, থানা-পাঁচলাইশ, চট্টগ্রাম।
৪১।
ইঞ্জি: আব্দুল জববার, গ্রাম-সাবলী চর, মঠবাড়ি, বরিশাল।
৪২। মওলানা আবুল কালাম আজাদ, পিতা-সালাম মিয়া, গ্রাম-খাগদিয়া, নগরকান্দা, ফরিদপুর।
৪৩। মোঃ আবদুল হান্নান, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
৪৪। ব্যারিস্টার কোরবান আলী, গ্রাম-চরখাইচুড়ি, সৈয়দপুর, সিরাজগঞ্জ, পাবনা।
৪৫। আশরাফ হোসাইন, গ্রাম-ইকবালপুর, জামালপুর।
৪৬।
অ্যাড. আনসার আলী, পিতা-শেখ আজগর আলী, গ্রাম-উধুলী, থানা-তালা, খুলনা।
৪৭। মোঃ কায়সার, পিতা-সৈয়দ সাইদ উদ্দিন, গ্রাম-নোয়াপাড়া, মাধবপুর, সিলেট।
৪৮। আবদুল মজিদ তালুকদার, গ্রাম-দুপচাঁচিয়া, সান্তাহার, বগুড়া।
৪৯। নওয়াজেস আহমেদ, মন্ত্রী, পূর্ব পাকিস্তান সরকার ’৭১।
৫০। এ কে মোশাররফ হোসেন, পিতা-ইমাম উদ্দিন, গ্রাম-রুহী, থানা-নান্দাইল, ময়মনসিংহ।
তথ্য সূত্র: দৈনিক ভোরের কাগজ, ৫ নভেম্বর ২০০৮
এখন তালিকার ৫০ নম্বর রাজাকারের পিতার নামটি ভালো করে খেয়াল করুন এবং নিচে শ্রম মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ নির্বাচন কমিশনের কাছে ব্যক্তিগত দাখিল করা তথ্যগুলির দিকে একবার চোখ বুলান
তথ্য সূত্রঃ নির্বাচন কমিশন
লক্ষ্য করে দেখুন তালিকার ৫০ নং যু্দ্ধাপরাধীর সাথে ওনার নাম, ঠিকানা, পিতার নাম সম্পূর্ণ ভিন্ন।
জামাত শিবির মিথ্যা ভণ্ডামিএবং মানুষের রগ কাটা ছাড়া রাজনীতি করতে পারে না ধর্ম তাদের কাছে ক্ষমতা যাবার জন্য একধরনের সিঁড়ি মাত্র । মার্চ মাস হতে সরকার রাজাকারদের বিচার আরম্ভ করবে বলে ঘোষনা দিয়েছে কাজেই নিজেদের পাছা রক্ষা করতে জামাত শিবিরের লোকেরা মুক্তিযুদ্ধ নিয়ে তাদের করা মিথ্যাচার গুলি আরোও ব্যাপকতর করবে এটাই স্বাভাবিক। আমাদের সময় পত্রিকার এক রিপোর্ট হতে জানা যায় নেট এ প্রচারনা চালাতে এরা ৩০ জন্ কম্পিউটার বিশেষজ্ঞও ভাড়া করেছে কাজেই ব্লগে সবাইকে জামাত শিবিরের যেকোন ধরনের অপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য আহবান করছি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।