আমাদের কথা খুঁজে নিন

   

সাজজাদ হোসাইন খান/বাঙাল/নিব ৩৪



বাঙাল কাশিমবাজার কুঠি ধরলো চুলের ঝুটি জোসনা রোদের খাসজমিনে বন্ধ ছোটাছুটি। বোয়াল মাছের গালে শক্ত সুতার জালে মস্ত দীঘির বিশাল ঢেউয়ে বমাল ধরা পুঁটি। হস্তিনাপুর কুঠি খামছে ধরে ঝুটি সময় গেলে উড়াল হাওয়ায় টানবে কাছে টুৃটি। ঘষেটি-মীর-শেটে উঠান কেটে কেটে সেই উঠানে রোপণ করে তিক্ত বিষের ঘুটি। মাছ-মাংস ভাতের বদল খাবার এখন রুটি ভাটির দেশের বাঙালেরা শক্ত করো মুঠি। নিব উৎসঙ্গ সৃজন চিন্তনের একটি শোভণ ছড়াপত্র বর্ষ-দশ, সংখ্যা-৩৪, মার্চ-২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।