যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।
রমা পাগলী
শরীফ এ. কাফী
কামাল প্রতাপ
২৮ সেপ্টেম্বর ১৯৮৮
হিন্দু পাড়ার রমা পাগলী
সহজে যাকে কেউ হাসতে দেখেনি
আমি দেখতাম
আর দেখতো গাছ প্রকৃতি
যাদের সাথে সে হাসতো নিভৃতে একাকী
গাছ, কোনটি তার স্বামী
কোনটি ছেলে কোনটি মেয়ে
হাসতে হাসতে তাদের সাথে কত কথার ফুলঝুরি!
পরম মমতায় আদরে আমাকে জাপটে ধরে
বলতো
কতদিন আসিস নি
কতদিন ভাত খাসনি
কেন ও বাড়ীতে গেলি?
মাকে ভুলে গেলি?
বিড় বিড় করে বলতো
তোর জন্য ভাত রেধেঁ কবে থেকে বসে আছি!
রমা পাগলী
যখন কাঁদতে কাঁদতে চীৎকার করে
সবার পিন্ডি চটকাতো
গ্রামের যত বদ লোক
সটান দুর হয়ে যেত
রমা চিৎকার করে বলে যেত
এক এক করে সবার কুর্সিনামা
মর্মান্তিক বিভৎস বিয়োগান্ত কাব্যিক সেসব কাহিনী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।