আমাদের কথা খুঁজে নিন

   

"এসটিডি এবং এইচআইভি / এইডস" শীষêক ওরিয়েন্টেশন

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

শ্রীমঙ্গল দ্বারিকাপাল মহিলা কলেজে "এসটিডি এবং এইচআইভি / এইডস" শীষêক ওরিয়েন্টেশনঃ শ্রীমঙ্গল দ্বারিকাপাল মহিলা কলেজে আরডিআরএস-এর উদ্যোগে সামাজিক স্বাস্থ্য কমêসূচীর আওতায় ”এসটিডি এবং এইচআইভি / এইডস” শীষêক এক ওরিয়েন্টেশন কোসê অনুষ্ঠিত হয়। ২০ মাচê শনিবার বেলা ১১ টায় শ্রীমঙ্গল দ্বারিকাপাল মহিলা কলেজের হল রুমে আয়োজিত ওরিয়েন্টেনে সভাপতিত্ব করেন অধ্যাপক সুচিত্রা ধর। উদ্বোধন করেন এসটিডি এবং এইচআইভি / এইডস বিষয়ক কনসালটেন্ট ডা· শফিউল আলম। বত্ত্নব্য রাখেন এসটিডি এবং এইচআইভি / এইডস বিষয়ক প্রোগ্রাম ইনচাজê মিজানুর রহমান, রিপোটêাসê ইউনিয়নের সভাপতি বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান, মানবাধিকার কমীê সাইফুল ইসলাম, অধ্যাপক রজত শুভ্র চত্র্নবতêী, প্রভাষক চৈতন্য প্রসাদ রায় ও একাদশ মানবিক বিভাগের ছাত্রী রূপা রানী দাস প্রমূখ।

এসটিডি এবং এইচআইভি / এইডস” শীষêক এক ওরিয়েন্টেশনে বত্ত্নারা বলেন, বাংলাদেশে এইডস আত্র্নান্তের সংখ্যা ত্র্নমশ বাড়ছে। একই সিরিঞ্জের বহু ব্যবহার ও অরক্ষিত সংসগেêর কারণে দেশে এইডস ঝুঁকি ত্র্নমে বেড়েই চলেছে। এছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য ও যাতায়াত বৃদ্ধির কারণে দেশে এইডস ঝুঁকি বাড়ছে। গত বিশ বছরে মাদকাসত্ত্নদের মধ্যেই এইচআইভি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এছাড়াও বিদেশ থেকে আসা শ্রমিক, সীমান্ত এলাকার ক্ষেত্রে এই হার আশংকাজনক পযাêয়ে রয়েছে।

ঝুঁকিবহুল ক্ষেত্রগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ ও পযêবেক্ষণে আনা না হলে অবস্থা আরো মারাত্মক হতে পারে। এইডসের ভয়াবহ দিকটি উপলদ্ধি করতে পেরে এদেশে সরকারি ও বেসরকারি পযাêয়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকি্ৗ২৫১০;সা সেবারও অনেক উন্নতি হয়েছে। এ ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গিকেও ইতিবাচক বলে অভিহিত করা হয়। বাংলাদেশে প্রথম এইডস রোগী শনাত্ত্ন হয় ১৯৮৯ সালে।

পরবতীê সময় থেকেই সরকারি ও বেসরকারি পযêায়ে এ বিষয়ে সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ায় এইচআইভির বিস্তার তেমন ঘটেনি বলে বত্ত্নারা অভিমত ব্যত্ত্ন করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।