আমাদের কথা খুঁজে নিন

   

সৌন্দর্য চর্চা

আমি একজন বাঙ্গালি রমনী.......

সৌন্দর্য চর্চা আমার জন্য এক অস্পষ্ট েবদনা বৈকি কিছুই নয় পৃথিবী জুড়ে ছরিয়ে আছে শত সহস্র সুন্দরের পুজরী দীর্ঘ থেকে দীর্ঘতর সৌন্দর্য চর্চায় মগ্ন তারা আমি অভিমান করে নয় দুঃখ ভরাকান্ত হৃদয়ে জানাই অভিবাদন তাদের সৃষ্টির এমন সৌন্দর্য কী শুধুই ব্যহ্যিক কেন কবি তুমি কবিতা লেখ না নারীর মন নিয়ে কেন তুমি বারে বারে রূপসী রাজকুমারীর চর্চায় মগ্ন থাকো আমি তো দিেশহারা এ ভেবে আমার মাঝেও লুকিয়ে থাকা ্‌এমন সৌন্দর্য পিপাসু মন এমন হতাশার কারণ না না রমনী তুমি আঘাত পেও না এ আমার শুধই এক হতাশ তোমা প্রতি কোন বিদ্বেষ নয় আমিও তোমার পুজরী তোমায় এমন রূপে সৃষ্টর জন্য সে স্রষ্টার ও ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।