যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।
কবে?
শরীফ এ. কাফী
২০ ফেব্রুয়ারী ১৯৭৯
এখন বসন্ত
ডালে ডালে কৃষ্ণচুড়া লাল
আমারও সাধ লাল হব
রক্ত করবীর মত লাল
সিঁদুরের মত লাল হব
সকালের সুর্য়ের মত লাল
কামারের হাপরে প্রতিবাদী
জ্বলন্ত কয়লার মত লাল হব।
দিন ভর ঘেমে যাই
কয়লা ইঞ্জিনে ঢেলে যাই
হিস্ হিস্ শব্দে
রেল গাড়ী চলে যায়
আবাদহীন পাহাল আমার ভূমি
অনাদি অনাবাদী থেকে যায়
আমরা কবে সাহসী হব?
কবে আমরা লাল হব?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।