আমাদের কথা খুঁজে নিন

   

এসডি রুবেলের নতুন উদ্যোগ

কণ্ঠশিল্পী এসডি রুবেল গানের ভুবনে আবারও নিয়মিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, 'পাইরেসি ও নানা কারণে গানের বাজার মন্দ হওয়ায় নব্বই দশকের মধ্যভাগ থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। এখন পাইরেসি অনেকটা নিমর্ূল হয়েছে। নানাভাবে গানের সুদিন ফিরছে। তাই ঠিক করেছি বাকি জীবন সংগীতের কল্যাণেই কাজ করব'।

স্বল্প সময়ে জনপ্রিয় এই শিল্পীর প্রায় চারশ গানের অ্যালবাম প্রকাশ হয়েছে। তার প্রতিটি অ্যালবামই ব্যাপক শ্রোতাপ্রিয়তা লাভ করে। চলচ্চিত্রের অসংখ্য গানে কণ্ঠদান ও সংগীত পরিচালনা করেছেন তিনি। গত বছরের ঈদে এ শিল্পীর সর্বশেষ অ্যালবাম 'আমি বৃষ্টি ছোঁব বলে' প্রকাশ ও জনপ্রিয়তা পায়। বর্তমানে তার চারটি অ্যালবাম প্রকাশের পথে রয়েছে।

এসডি রুবেল বর্তমানে দেশ-বিদেশে স্টেজ শো, টিভি চ্যানেলে লাইভসহ নানা অনুষ্ঠানে অংশগ্রহণ ও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিচ্ছেন। তার কথায় নব্বই দশক থেকে অন্য ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় গানে পুরোপুরি সময় দিতে পারছি না। এখন সিদ্ধান্ত নিয়েছি সব বাদ দিয়ে গানে আবার নিয়মিত হব।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।