আমাদের কথা খুঁজে নিন

   

সংসারী ভালুক



সংসারের লাল ফিতা কাটতে কাটতে তিনি বৃদ্ধ হলেন বয়স থেকে বয়সী হলেন হাল নাগাদ করতে করতে ঋণীও হলেন ৮১’র কাছে একটা গোটাসোটা আকাশের নীচে ছোট এক টুকরো দিঘির কাছে রঙ্গীন ছিপ ফেলে রবীন্দ্রনাথকে হারানোর আনন্দে ছিলেন এক সময় কোমল স্বপ্ন ছিল জননী ছিল হাসি ছিল ক্রীতদাসের আহা কী গভীর ও নরোম জলের সাথে তার তস্কর ও লস্কর ছিল দেখতে দেখতে ৮১ টা রোদালু দৈত্য এসে হা করল স্বপ্নের মিহি কুয়াশা গিলে খাবে বলে যেমন করেছে সংসার হাঙ্গর তিনি হলেন অত:পর সংসারী ভালুক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।