আমাদের কথা খুঁজে নিন

   

একবার হাসো আমার দিকে চেয়ে / আমি বৈরাগ্য ভুলে সংসারী হই

জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " সুচিস্মিতা, একবার হাসো আমার দিকে চেয়ে আমি বৈরাগ্য ভুলে সংসারী হই এই বিস্তৃর্ন নীল আকাশের তলে, নীল আখি মেলে দিয়ে একবার তাকাও আমার দিকে; অমৃত বচনে আমাকে মুগ্ধ করো প্রিয়ভাষীনি আমি ভাষা ভুলে নির্বাক হই তোমার অমিয় শ্রবনে, বিকশিত হোক আমার শ্রবনেন্দ্রীয় অমৃতবর্ষনে; এই অত্যাচারী পৃথিবীর নিচে তোমার শীতল স্পর্শে আমাকে অনন্য করো আমি সর্বংসহা হই, অসহ্য অন্ধকারের ছায়ানৃত্যে আমার প্রকাশ হোক সৌন্দর্যে; হে অনিন্দ্যসুন্দরী্, তোমার রুপের আগুনে তোমার শুদ্ধবচনে তোমার প্রেমে ও পবিত্রতায় আমার বিতস্পৃহ মনকে জাগিয়ে তোলো, গুঞ্জনে গুঞ্জনে মুখরিত করো আমার চারপাশ সোনালি জোছনায় প্লাবিত করো আমার পৃথিবী। .....( আহবান, ডি মুন, ২৭/০৫/২০১৩, সকাল ১১;৩৫ )  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.