সাদা মনের মানুষ
আমি দেখেছি, ঘন নীল মুক্ত আকাশ;
দেখেছি- মেঘে ঘনঘটা আকাশের,
রৃষ্টি ঝরা- কাঁন্না।
দেখিনি নীল আকাশের বেদনা।
আমি দেখেছি, খোলা আকাশে-
ডানামেলে
পাখিদের ছুটে চলা।
দেখিনি কখনো আকাশ ছোঁয়া।
দেখেছি তারা ভরা আকাশের হাসি,
আলোকিত করে, বিশ্বকে।
দেখিনি তারাহীন আকাশকে ভালোবাসা।
আমি খোলা জানালা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।