আমেরিকার স্পেস প্রোগামে একজনকে প্লুটোতে পঠানো হবে। কিন্তু টেকনলজি এখনও অতটা উন্নত হয়নি যে, তাকে ফিরিয়ে আনা যাবে। কিন্তু এই মিশনটা খুব জরুরি। তাই NASA ঠিক করেছে যে যেতে রাজি হবে, তাকে ক্ষতিপূরণ বাবদ বেশ কিছু ডলার দেওয়া হবে। পত্রিকায় advertise দেখে ২ জন এসেছে।
একজন অ্যাকাউন্টেন্ট একজন ইন্ঞ্জিনিয়ার। প্রথমে অ্যাকাউন্টেন্ট ইন্টারভিউ দিতে ঢুকলো। সে জানালো এক মিলিয়ন ডলার পেলে সে যেতে রাজি আছে। টাকাটা সে ইউনিভার্সিটিকে রিসার্চ করার জন্য দান করবে। অ্যাকাউন্টেন্ট চলে যেতে ইন্ঞ্জিনিয়ার ঢুকলো।
ইন্ঞ্জিনিয়ার বলল, তাকে তিন মিলিয়ন ডলার দিতে হবে। যে ভদ্রলোক ইন্টারভিউ নিচ্ছেন তিনি বিরক্ত হয়ে বললেন- তিন মিলিয়ন, অত কেন? অ্যাকাউন্টেন্ট তো এক মিলিয়নে রাজি আছে।
এতে সবার লাভ, ইন্ঞ্জিনিয়ার বলল, আপনি তিন মিলিয়ন স্যাংশন করুন। আমি এক রাখব, এক আপনার থাকবে, আর এক অ্যাকাউন্টেন্টকে দিয়ে দিব- যাক ও বেটা প্লুটোতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।