ঝিক ঝিক ঝিক ঝিক...। রেললাইন ধরে ছুটছিল ট্রেনটা। হঠার্যা কী যেন গড়বড় হলো, রেললাইন ছেড়ে পাশের মাঠের দিকে ছুটল ট্রেন। যাত্রীরা তো ভয়ে অস্থির। কোনোমতে দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার পর ক্ষুব্ধ যাত্রীরা ঘেরাও করল ট্রেনের চালককে। চালক আমতা আমতা করে বলল, ‘আমি কী করব, রেললাইনের ওপর হঠার্যা একটা গরু এসে পড়ল!’ যাত্রী: ট্রেনের এতগুলো যাত্রীর জীবন বিপন্ন হওয়ার চেয়ে গরুটার মৃত্যুই কি ভালো ছিল না? চালক: আমিও তো সে সিদ্ধান্তই নিয়েছিলাম। কিন্তু কী করব, গরুটা হঠার্যা মাঠের দিকে দৌড় দিল...!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।