আমাদের কথা খুঁজে নিন

   

হাওরাঞ্চলে শিক্ষায় মেয়েরা পিছিয়ে

আমি ১নং ফকীর / প্লাস ভীক্ষা দেনগ মাই

মেয়েরদের শিক্ষায় পিছিয়ে আছে হাওরের জেলা সুনামগঞ্জ। মেয়েরদের শিক্ষায় পশ্চাৎপদতার দিক থেকে বান্দরবনের পরেই সুনামগঞ্জ জেলার অবস্থান। এ জেলায় শিক্ষার হার ৩১ শতাংশ হলেও মেয়েরদের শিক্ষার হার ২৪ শতাংশেরও নিচে। অনুপোযোগী স্কুল কেলেন্ডার, অজ্ঞতা, দরিদ্রতা ও যোগাযোগের অব্যবস্থাই মূলত পিছিয়ে থাকার কারণ বলে মনে করেন জেলার সরকারী কর্তাব্যক্তিরাসহ উন্নয়ন সংগঠনের কর্মকর্তারা। সুনামগঞ্জের হাওরাঞ্চলের উপজেলা দিরাইয়ের ধল গ্রামের ১০ বছর বয়সি রোখসানাকে হাওরে মাছ ধরতে দেখে, সে কেন স্কুলে যাচ্ছে না? জিজ্ঞেস করতেই বললো-‘ভাই মাদ্রসায় পড়ে, বাবায় কইছইন তোমরা দুইজনে পড়লে বাড়ী’র কাম কে করবো, আর দুই জনে পড়লে খরছও চালাইতাম পারতাম নায়, তোমারেতো বিয়া দিলাইমু , তুমি পইড়া লাভ নাই’।

শুধ রোখসানা’র বাবা নয় হাওরাঞ্চলের বেশীরভাগ দরিদ্র অভিভাবকরাই এমন ধারণা পোষন করেন। ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান জানান, তার বিদ্যালয় এলাকায় মেয়ে শিশুর সংখ্যা বেশী, স্কুলেও মেয়েরা ভর্তি হয় বেশী। কিন্তু চতুর্থ-পঞ্চম শ্রেণীতে উঠলেই এদের বেশীর ভাগেই ঝড়ে পড়ে। তার মতে যাতায়াত ব্যবস্থা খারাপ থাকায় স্কুলে আসা নিরাপদ নয়- এমন ভাবনা ছাড়াও অভিভাকরা মনে করেন, মেয়েদের পড়িয়ে লাভ কি? এরাতো পরের বাড়ীতে চলে যাবে, এদের পেছনে টাকা ব্যয় করা লোকসান। ভাটিপাড়ার হাফিজিয়া সুন্নি মাদ্রসায় গিয়ে দেখা গেলো, ওখানে অনেক শিশু ক্লাস করছে।

কিন্তু কোন মেয়ে শিশু নেই। মাদ্রসায় সামনেই গোবর খুটছে ৯ বছরের শিশু মরিয়ম। তুমি কেন মাদ্রসায় আসো না? উত্তরে সে বললো-‘আমরারে ভর্তি করা হয় না’। মেয়ে শিশুদের কেন ভর্তি করা হয় না? এ প্রশ্নের সন্তোষজনক কোন জবাব দিতে পারেন নি মাদ্রসার শিক্ষক আব্দুল বাছিত। উন্নয়ন সংগঠন কেয়ার বাংলাদেশের শিক্ষা উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, ড.আবুল বারকাতের নেতৃত্বে সুনামগঞ্জের হাওরাঞ্চলে জরিপ করে তারা জেনেছেন, সুনামগঞ্জে মেয়ে শিক্ষার হার ২৪ শতাংশ।

এটি মেয়েদের শিক্ষার পশ্চাৎপদতার দিক থেকে বান্দরবনের পরের জেলা। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ ফয়জুর রহমান সাংবাদিকদের জানান, অনুন্নত যোগাযোগ, দরিদ্রতা এবং অনুপযোগী স্কুল কেলেন্ডারই এখানে মেয়েদের শিক্ষার হার কমিয়ে দিয়েছে। এর উন্নয়ন ঘটানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.