আমাদের কথা খুঁজে নিন

   

টুইলাইট (twilight) সাগা - পাবলিক ক্যামনে খায় এইগুলা?

...

শুরুতেই ভানুর একটা পুরান কৌতুকের কথা বলি। ভানুকে সিদলকে হিদল না বলার জন্য অনুরোধ করা হয়েছিল। কিছু ঘটনার পরে সে হারমোনিয়ামকে সারমোনিয়াম বলা শুরু করেছিল। অমি রহমান পিয়াল কোন এক ব্লগে কোন এক ব্লগারের এক কমেন্টের জবাবে বলেছিলেন, আপনার কমেন্টটা চমৎকার ছিল। কিন্তু শেষ লাইনে এসে কমেন্টের সোগা মেরে দিলেন।

আমার ব্লগ শুরু হলো । শিরোনাম আবার পড়েন। টুইলাইট (twilight) সাগা- পাবলিক ক্যামনে খায় এইগুলা? বেদের মেয়ে জোসনা দেখে নাই বা তার গান শুনে নাই এমন বাঙ্গালী জগতে দুর্লভ। সেই মুভির মূল বিষয় রাজপুত্র আর বেদের মেয়ের প্রেম । ব্যবধানের তীব্রতা আনার জন্যই রাজপুত্র আর বেদের মেয়ে।

যত বড় সামাজিক ব্যবধান –দর্শকের তত সহজে বুঝানো যায় নায়ক নায়িকার প্রেমের গভীরতা। ঠিক একই কায়দা অনুসরন করা হয়েছে টুইলাইটে। ভ্যাম্পু আর অসাধারন ফুলের গন্ধওয়ালা এক মেয়ের প্রেমের কাহিনী এইখান। (মেয়ের শরীরের গন্ধটা অতি গুরুত্বপূর্ন বিষয় পুরা বইতেই...) সব পুরুষের স্বপ্ন থাকে এক দুর্দশা গ্রস্থ মেয়েকে উদ্ধার করার। রবীন্দ্রনাথের ক্যামিলিয়া কবিতাও নায়কের আক্ষেপ কোন একটা দুর্ঘটনা কেন ঘটে না? সে তাহলে নিজের জীবন বাজি রেখে নায়িকাকে উদ্ধার করত আর প্রেমের শুরু হত তাদের।

বাংলা সিনেমাতেও একই জিনিস। দুর্বল নায়িকাকে শক্তিশালী নায়কের জীবন পন লড়াই করে উদ্ধার। নায়িকার শরীরের ওজন দেখে অবশ্য বিশ্বাস করা কঠিন রোগা পটকা কিন্তু বিশাল গুম্ফধারী লাল জামা নীল জিন্স পড়া ভিলেন তার চেয়ে কয়েক মন বেশি ওজনের নায়িকার আদতে কোন ক্ষতি করতে পারত কিনা? যাক সেই প্রসঙ্গে না যাই। টয়লেটেই থাকি থুক্কু টুইলাইটে থাকি। স্টেফানি মেয়ার বাংলা সিনেমা থেকেই বইটার মূল আইডিয়া গুলো নিয়েছেন বলে মনে হয়।

উপন্যাসের শুরুতেই নায়ক কর্তৃক অসাধারন এক উদ্ধার অভিযান করা হয়। খুবই অপ্রাসঙ্গিক অথবা খুবই প্রাসঙ্গিক একটি কৌতুক বলার লোভ সামলাতে পারলাম না। একটু অরুচিকর কৌতুক। রোগী এসেছে ডাক্তারের কাছে। -ডাক্তার! আমার ভয়ানক সমস্যা।

যা খাই পায়খানাতে তাই বের হয়। -বুঝলাম না। খেলে ত পায়খানা হবেই, পেটে ত আর জমা থাকবে না। -আরে সেটা না। ধরেন কলা খেলাম এখন, তাহলে পায়খানা হবে কলা।

যদি ডিম খাই তাহলে ডিম। ডাক্তার যেমন করে হোক আমার পায়খানা নর্মাল করে দেন। ডাক্তার একটু হেসে, যা খান তাই বের হয় ত? তা পায়খানা খাওয়াই শুরু করে দিন না। টুইলাইটে ফিরে আসি। বইটা ভালো।

সুন্দর করে লেখা। বর্ননাগুলো ভালো, বিস্তারিত। রোমান্টিক কিছু দৃশ্য আছে। নায়কের অসাধারন রূপের বর্ননা বার বার এসেছে। পারলে লেখিকা প্রতিটা চুলের বর্ননা দেন।

এডওয়ার্ড (আমাদের “লায়ক” ) এর মুখের গড়ন , জামা, হাসি ...কতকিছুর যে বর্ননা আছে তা বলে শেষ করা যাবে না। কিন্তু আমার মত অশ্লিষ পাঠকের জন্য বেলা (আমাদের লায়িকা) এর কোন রূপের বর্ননা দেয়া হয় নাই। যেমন আমরা জানি এডওয়ার্ডের উপরের চুল ছোট কিন্তু নিশ্চিত করা বলা যায় না বেলার কোন চুল ছোট- সামনে –পিছে নাকি...... এডওয়ার্ডের শরীরের প্রতিটা পেশীর বর্ননা আছে কিন্তু বেলার বর্ননা নাই। আর কত বড় বলদ এডওয়ার্ড[ রক্তের প্রতি তার মূল টান ]– অথচ প্রচুর রক্তঅলা মোটাসোটা কোন একটা নারীর প্রতি তার আকর্ষন জন্মায় নাই। ব্যাটায় পাগল হলো বেলার জন্যে।

এছাড়া দাদার বাপের বয়সী (লায়েক বাবাজী ১০০+ বয়সী) পোলার সাথে ১৭ এর মেয়ের প্রেম কেমুন কেমুন জানি লাগে। শেষের দৃশ্যে প্রমে বেলার ল্যাংড়া পা নিয়ে উপস্থিতি শুধু cliché নয়, cliché এর বাপ। কয়েকলাখ মুভির নাম করা যেতে পারে যেখানে প্রমে গিয়েই মুভি শেষ হয়। সব শেষের ক্লাইম্যাক্সের কথা আলাদা করা বলা দরকার। বেদের মেয়ে জোসনাতেই এই দৃশ্য আছে।

নায়ক সাপের কামড় খেয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে আছে। সাপুড়ে আর তার মেয়ে এসেছে নায়ককে উদ্ধার করতে। ৪০ বছর ধরে সাপুড়ের কাজ করে বৃদ্ধ বাপ । কোনদিন তার যা হয় নাই তাই হয়েছে এখন। সে ভ্যাবদা মেরে বসে আছে, কিভাবে বাচাবে লায়ককে? তখন তার কুড়ি বছরের মেয়ে তুলে নেয় বিশেষ নাগের জন্য প্রস্তুত দুই বিরক্তিকর ডান্ডা বের হয়ে আসা বিশেষ বাশী যা গত একশত বছরে কেউ বাজায় নি।

বাপ পারে না বাজাতে কিন্তু প্রেমের শক্তিতে বলীয়ান হয়ে নায়িকা (বিশালবক্ষা তবে বয়স বড় কম...হিসাব মিলে না) বাজিয়ে ফেলে। বেলা ভ্যাম্পু মামার কামড় খেয়ে লম্বা হয়ে শুয়ে আছে। ৩৫০ বছরের বুড়া ভ্যাম্পু বাপ পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু বিষ নামানোর জন্য এডু ভাইকেই ডাকা হলো। এডু ভাইয়ের ভয় একবার রক্তের স্বাদ পেলে সে থামতে পারবে না।

কিন্তু প্রেমের শক্তিতে বলীয়ান হয়ে এডু ভাই সে কাজ সমাপ্ত করে ফেলে। এই চাপ্টারট পড়ার সময় বেদের মেয়ের কথা বার বার মনে পড়েছে। সে দুই ডান্ডাঅলা বিশেষ বাশীটার পো পো আওয়াজ বড় মিস করেছি। টয়লেট থুক্কু এগেইন টুইলাইট মেয়েরা পছন্দ না করার কোন কারন নাই। যদি আপনি মেয়ে হয়ে থাকেন আর আপনার বয়ফ্রেন্ড এই নভেল "লাইক" করে তাহলে সতর্ক হোন, আপনি বোধহয় লেসবিয়ান রিলেশনে আছেন।

আর যদি আপনি ছেলে হন আর আপনার ছেলে দোস্ত এই বই পছন্দ করে সতর্ক হোন। অই বন্ধুর সাথে রাতের বেলা একলা কোথাও যাবেন না এবং তার সাথে যেকোন ধরনের ডাবলিং পরিহার করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।