আমাদের কথা খুঁজে নিন

   

কিছু বাংলা গানের লিরিক...জটিল.

আমি এক জন পথ ভ্রষ্ঠ মানুষ,,,,

যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু’হাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন যখন আমার গানের পাখি শুধূ আমাকেই দিয়ে ফাঁকি সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি যখন এঘরে ফেরে না সে পাখি নিস্ফল হয় শত ডাকাডাকি খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন যখন এমনে প্রশ্নের ঝড় ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর যখন আমার ক্লান্ত চরন অবিরত বুকে রক্তক্ষরন খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন যখন সময় থমকে দাড়ায় নিরাশার পাখি দু’হাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন ————————- আগে যদি জানতাম আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালা আর প্রাণে সহে না ও মন রে… কিসের তরে রয়ে গেলি তুই বলেছিলি তুই যে আমায় আমি নাকি ভুলে যাবো ভুলে আমি ঠিকই তো যেতাম পোড়া মনে তোরই কথা বারে বারে বেজে ওঠে তাই তোকে আর ভোলা হলো না রে এই জ্বালা আর প্রাণে সহে না রে জানিনা কেনো যে আমায় একা ফেলে চলে গেলি ভুলেও কি মনে পড়ে না তোরই মতো কোনদিনও আমিও যে ভুলে যাবো তবু এই জ্বালা প্রাণে সইবো না রে এই জ্বালা আর প্রাণে সহে না —————– তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় বুকের দহনে করুণ রোদনে তীলে তীলে তার ক্ষয় তীলে তীলে তার ক্ষয়। । আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝড়ে যায় শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়। । প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা বয়ে জীবন খাতার অনেক খবর রয়ে যায় অগোচরে কেউ তো জানেনা প্রাণের আকুতি বারে বারে কেন যায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারো নয়।

। [গানটি গেয়েছেন আব্দুল জব্বার] । । । যদি আরো গানের লিরিক প্রয়োজন হয়, তো আমাকে মেইল করে জানাবেন।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.