আমাদের কথা খুঁজে নিন

   

এখোনো ফিরি

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

আমার কবিতারা সব পালিয়েছে দল বেধে শব্দগুলো নিয়েছে স্বেচ্ছাছুটি যদিও আমি দিতে চাইনি। সেই কবে তারা কাছে এসেছিল একটুখানি ভালবেসেছিল স্বপ্নালু চোখে গান গেয়েছিল, ভুলিনি কিছু এখোনো ফিরি তাদের পিছু আলো আধাঁরে খুঁজে ফিরি তাদের ফুলেল মুখছবি। শৈশবের সে শিশিরছোয়া চরণগুলো প্রজাপতির সে ডানামেলা বর্ণগুলো ভাটফুলের সে গন্ধমাখা শব্দগুলো কোথায় আমার হারিয়ে গেল। জানি তারা আসবেনা আর ফিরে এই ক্ষয়ে যাওয়া সময়ের তীরে ইট কাঠ পাথরের ভীড়ে আমার এই শত দংশিত হৃদয়ের জানালায়। তবু জানি আছে তারা আমার ই প্রতীক্ষায় ভাটফুল,ঘাসফুল,শিশির আর প্রজাপতির পাখায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।