আমাদের কথা খুঁজে নিন

   

ছোটোবেলার দিন গুলো এখোনো মনে পরে

ছবির ভাসা

আজ সময় টা কি ভাবে কেটে গালো বুঝতে পারলাম না, সারাদিন ইনটারনেট এ কাজ কোরে আর ভালো লাগছে না, বারি জাওয়ার সময় হয়ে গেলো সেই একই নতুন কিছু নাই , পারায় গিয়ে ক্যারাম খেলা, ক্যারাম খেলে বাড়ি চলে জাওয়া, জিবোনটা কেমোন মোনে হয় ঝিমিয়ে গেছে , ছটো বেলার দিন গুলো এখোন মোনে পরে, জা মারা মারি লাফা লাফি করেছি তা আর এখোন করতে পারি না, ছটো বেলার দিন গুলো ই আলাদা ছিলো, এখোন তো ছোটো ছেলেদের, জন্মো থেকেই স্কুলে ভর্টি করে দেয়, ছটো ছেলেরা এখোন খেলার সুজোগ টাও পায় না. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।