আমাদের কথা খুঁজে নিন

   

ছাঁই হবো বলে

সত্যি বলছি আমি সত্যি বলছিনা...

শব্দ, আমি শব্দ করে বলতে পারনি আর বিমূর্ত সব দৃশ্যপট এখন আর র্মূত হয়ে ওঠনো মৃত পায় আজ উপলব্দ, নির্বাক, বুদ হয়ে আছি আমি তোমার অগোছালো, এ্যবড়ো থবেড়ো ক্যাফটেরিয়ায় । আজ সেই করিডোরের লন ধরে অগনতি মানুষ স্বাপ্নকি হাঁটা হাঁটতে গিয়ে, খুঁইয়েছে চলমান লগ্ন । ভাঙ্গতে হয়েছে একান্ত আপন নজিকে ! অথবা বারবার অংকুরতি হওয়া অভশিপ্ত বীজ'কে । তুমি কি তোমার খোলস ছেড়ে বরে হবে ? অভিযোজিত হওয়ার ইচ্ছায় যোজন দূর সুর মেলাবে অঙ্গ মেলাবে, শরীর মেলাবে আমার নজিস্বতায় । আমি যে বসে আছি সীমাহীন আগুন নিয়ে অশরীরি মুগ্ধতায়, ছাঁই হবো বলে............. ................... নিশীথ সূর্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।