আমাদের কথা খুঁজে নিন

   

বিএসফ বিডিআর সংঘর্ষ একটি বিচ্ছিন্ন ঘটনা: দীপুমনি



সিমান্তে বিএসএফ অবিরাম গুলিবর্ষন ও প্রতিনিয়ত নিরীহ বাংলাদেশীদের হত্যার পরও পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মণি ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের মধ্যে চলমান সংঘর্ষকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেছেন। ইতোমধ্যে ১০/১৫ জন আহত এবং হাজার হাজার মানুষ ফায়ারিং রেন্জে আটকা পড়েছে। বিএসএফের এটা শুধু একটি পাহাড় দখল নয় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি নগ্ন আগ্রাসন। কিন্তু আমাদের সোনামনি বলছেন, অবস্থা আরো খারাপ হলে এ নিয়ে প্রয়োজনে (!) সর্বোচ্চ পর্যায়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে। দেশবাসী কি বলেন? দেশব্যপী সোনার ছেলে আর সোনামনিদের কীর্তিযজ্ঞে আমাদের প্রান ওষ্ঠাগত। এই সোনামনিটাকে এই মুহুর্তে ভারত পাঠানো হলে কেমন হয়, দাদাদের উত্তেজনা প্রশমনের জন্য?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।