আপাতত কিছু বলবোনা
বিশ্বের প্রত্যেক দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মোবাইল ফোন মানব সমাজে যে নেতিবাচক প্রভাব ফেলছে তা অনেকেই বুঝতে পারছি না। সুইডেনের ওরেব্রো ইউনিভার্সিটির কিছু মোবাইল বিশেষজ্ঞ গবেষণা করে দেখেছেন মোবাইল ফোন সব বয়সী লোকের ব্রেইনে খারাপ প্রভাব ফেলছে। শুধু ব্রেইনেই না, স্মৃতিশক্তিও দ্রুত হ্রাস করে ফেলছে। তাদের গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোন প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশুদের জন্যই বেশি ঝুঁকিপূর্ণ।
শিশুরা ফোনে কথা বললে তাদের স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ে। মেডিকেল গবেষক ফ্রেডারিক সুদারকভিস্ট বলেন, মোবাইল ফোনে শিশুদের পরেই বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বৃদ্ধরা মোবাইল ফোন নিয়মিত ব্যবহার করলে তাদের স্মৃতিশক্তি এবং বোধশক্তি আগের তুলনায় দ্বিগুণ হারিয়ে ফেলে। ফ্রেডারিক সুদারকভিস্ট একটি জরিপ নিয়ে দেখেছেন শিশুদের মধ্যে যাদের বয়স ৭ বছরের নিচে তারাও আজকাল মোবাইল ব্যবহার করছে। ৭ থেকে ১২ বছরের শিশুদের অনেকেরই নিজস্ব মোবাইল ফোন রয়েছে।
উন্নত বিশ্বের ৮০ শতাংশ ঊনিশের বেশি বয়স্ক ছেলেমেয়েরা নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করছে। ফলে তাদের পড়ালেখার দারুণ ব্যাঘাত ঘটছে। ফ্রেডারিক সুদারকভিস্টের মতে যে করেই হোক শিশু-বৃদ্ধদের মোবাইল ব্যবহার কমাতে হবে। তা না হলে অচিরেই বিশ্ব একটি বড় ধরনের ঝুঁকিতে পড়বে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।