যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে কত কিছু হচ্ছে এর মাধ্যমে িবচার....কতটা সম্ভব..?
যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে সারা দেশে সাংস্কৃতিক অভিযাত্রা কর্মসূচি গ্রহণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সমস্বরে উচ্চারিত হয়েছে স্লোগান_ 'যুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ জাতি। ' অনুষ্ঠানে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অবিলম্বে শুরুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
টিএসসিতে আয়োজন করা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সহযোগী আয়োজক হচ্ছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, সেক্টর কমান্ডার্স ফোরামের তথ্য-গবেষণা সম্পাদক মেজর (অব.) শামসুল আরেফিন, সাংস্কৃতিক সম্পাদক ম. হামিদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী।
উদ্বোধনী দিনে শিশু-কিশোর সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন। আজ ও কাল বাংলাদেশ পথনাটক পরিষদের সদস্যভুক্ত দলগুলো মঞ্চস্থ করবে পথনাটক। এ মঞ্চে অনুষ্ঠানমালা চলবে স্বাধীনতা দিবস পর্যন্ত। জাতীয় কবিতা পরিষদ, উদীচী, আবৃত্তি সমন্বয় পরিষদ, গণসংগীত সমন্বয় পরিষদ ও মিরপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের সদস্যভুক্ত দলগুলো একেক দিন সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করবে।
প্রতিদিন বিকেল থেকে শুরু হবে অনুষ্ঠান।
এদিকে, সাংস্কৃতিক জোটের অভিযাত্রা শুরু হচ্ছে ১৩ মার্চ থেকে। ১৩ ও ১৪ মার্চ অভিযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে সোনাগাঁও-কুমিল্লা হয়ে চট্টগ্রাম পেঁৗছবে। পথে সমাবেশ হবে নির্ধারিত দশটি স্থানে। এতে জোটের নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বক্তব্য দেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও দেশের বিশিষ্ট শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করবেন। এরপর অভিযাত্রা বের হবে ১৯ ও ২০ মার্চ গাজীপুর-সিরাজগঞ্জ-বগুড়া-নীলফামারী সড়ক ধরে। এভাবে একে একে সারা দেশে ঢাকা থেকে সাংস্কৃতিক অভিযাত্রা যাবে। চলবে পয়লা বৈশাখ পর্যন্ত।
সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী হাসান আরিফ জানিয়েছেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সারা দেশের মানুষকে সোচ্চার করে তোলার লক্ষ্যে সাংস্কৃতিক অভিযাত্রার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার দাবিতে জাতিকে ঐক্যবদ্ধ করাও সাংস্কৃতিক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।