আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইমারী স্কুল নিয়ে আমার কিছু মজার ( কিংবা ভীতিকর ঘটনা)

রাজাকার মুক্ত বাংলাদেশ চাই

১৯৯১ সাল, আমি তখন ক্লাস 4 এ পড়ি। স্কুল এর নাম হল চট্টগ্রাম মিউনিসিপ্যাল সরকারী প্রাইমারী স্কুল। ( চট্টগ্রাম নিউ মার্কেট এর পাশে) ঘটনা ১ ধর্ম ক্লাস। কোনো এক বিশেষ কারনে হুজুর স্যার আসেনি। হেড স্যারকে বললাম।

হেড স্যার পাঠালো বড়ুয়া স্যারকে। মনে হয় আর কোনো স্যার তখন ফ্রী ছিলো না। বড়ুয়া স্যার আসলো। বলল, পড়া কি ছিলো? বললাম, শূণ্যস্থান পূরণ। তিনি বই দেখে ৫টা প্রশ্ন ব্ল্যাকবোডে লিখে দিলেন।

আমি সবার আগে, খুব দ্রুত লেখা শেষ করে বড়ুয়া স্যারকে দেখালাম। উনি সব দেখে রাইট দিলো। ( বলা বাহুল্য, বই এর সাথে উত্তর না মিলিয়ে) এর পর একে একে সবাই স্যারকে খাতা দেখলো। কিন্তু সবার ২ নম্বর টা স্যার কেটে দিলো। কেউ ভয়ে কিছু বলল না।

ক্লাস শেষে দেখা গেলো আমার ২ নম্বর টা ভুল ছিলো। আমার টা স্যার রাইট মনে করে সবার টা কেটে দিলো। ঘটনা ২ Science ক্লাস। কৃষণা দিদি। ইয়া মোটা আর রাগী।

তিনি ও শূণ্যস্থান পূরণ করতে দিলেন। ১০ টা ২ জন দেখালো। তারা বেত দিয়ে মাইর খেলো ৪টা করে। কারন, তাদের ২টা করে ভুল হলো। পরে আরো ৪-৫ জন একই কারনে মাইর খেলো।

আবার ২ জন মাইর খেলো, কারণ তার সব গুলো ঠিক ছিলো। চুরি করে বই দেখে না লিখলে ১০ টা ঠিক হতে পারে না। এটা ছিলো ম্যাডাম এর লজিক। আমি এই ভয়ে আর খাতা দেখাই নাই, আল্লাহ আল্লাহ করছিলাম, কখন ক্লাস শেষ হবে? ঘটনা ৩ -- করুণ ( আমার জন্য) ১৯৯২ ( ক্লাস ফাইভ ) ক্লাসে মোটামোটি responsive student ছিলাম। TT college (Teacher's Training College) এর স্যাররা সাধারনত হাই স্কুলে ২-৩ মাস এর ক্লাস নিতো।

কোনো কারনে ১৯৯২ তে হাই স্কুলে ধর্মঘট ছিলো। তাই তাদের প্রাইমারী স্কুলে পাঠানো হল। আবার Science ক্লাস। স্যার জীব ও জড়, অনুভূতি এই সব পড়াচ্ছিলো। আমাকে প্রশ্ন করা হলো, পিপড়ে কামড় দিলে কি ব্যাথা পাই কিনা? (সত্যি কথা বলতে কি, আমি তখন পর্যন্ত পিপড়ের কামড় খাই নাই, কিংবা খেয়েছি, কিন্তু বুজতে পারি নাই।

কতই বা বয়স তখন? ১১ বছর। আমার মনে হলো একটু খানি পিপড়ে কামড় দিলে কি আর ব্যাথা পাবো নাকি?) আমি স্যারকে বললাম, ব্যাথা পাইনা। তখন স্যার রেগে গিয়ে আমাকে বলল, Low bench এ বসা অবস্থা্য় High bench এর নিচে মাথা ঢুকিয়ে দিতে। আমি হঠাৎ হকচকিত হয়ে গেলাম। স্যার মনে করল, আমি ফান করেছি।

আমি স্যারকে বুঝাতে পারলাম না, শাস্তি মাথা পেতে নিলাম। ওটা ছিলো আমার ৫ বছর এর প্রাইমারী স্কুল লাইফের একমাত্র শাস্তি। বি: দ্র: ১- Science এর বাংলা ফোনেটিকে কেমনে লিখবো? কেউ কি জানাবেন? ২- আমার শাস্তি নিয়ে আমি কাউকে কিছু বলি নাই। কিন্তু TT college এর ঐ স্যার সেই বার পাস করতে পারে নাই। ৩- কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.