আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রাইমারী স্কুলের দিন গুলো(৩য় পর্ব )

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

সবাই দেখি ভার্সিটি লাইফ নিয়া লিখে তাই ................ গত দুই পর্বে কিছুটা ধারাবাহিকতা তাকলেও এবার বোধ হয় আর তা থাকবেনা । আজ আমার প্রাইমারী স্কুলের স্যারদের নিয়ে লিখি । আসলে গ্রামের স্কুল হলে যা হয় । শিক্ষকরা আশপাশের গ্রামের হয়ে থাকেন । তাই মোটামোটি একটা পরিচিতি থাকে সবার মাঝে ।

তো আমার স্যারদের সবাই আমাদের স্কুলের কাছাকাছি গ্রামেরই ছিলেন । ঐ পিচ্ছি বয়সে স্যারদের নাম জানা বা মনে রাখা দুরুহ কাজ বলার অপেক্ষা রাখেনা । আমাদের স্যারদের নাম গুলো আমরা উত্তরাধিকার সুত্রে পেয়ে আসছিলাম । যা কিনা একটু অন্য রকম । স্যারদের প্রায় সবারই পরিচিতি আমাদের কাছে ছিল তাদের গ্রামের নামে বা যে বিষয়ে পড়াতেন সে বিষয়ে।

যেমনঃ আমাদের এক স্যারের গ্রামের নাম মান্দারী । তো স্যারের পরিচিত ছিল মান্দারীর স্যার হিসেবে । অন্য এক সয়ারের গ্রামের নাম বারাইপুর , তো স্যার হয়ে গেলেন বারাইপুরের স্যার । দর্ম পড়াতেন যে স্যার তিনি ধর্মের স্যার ইত্যাদি । আমরা স্কুলে গিয়েই দেখেছি এক স্যারকে নতুনস্যার বলে ডাকছে সবাই।

মানে তিনি সর্বশেষ শিক্ষক হিসেবে আমাদের স্কুলে যোগ দিয়েছেন । সেই নতুন স্যার আমরা যখন ক্লাস এইটে পড়ি তখনো নতুন স্যার হিসেবে পরিচিত ছিলেন । কারন এর মাঝে আমাদের কোন স্যার বিদায় নেননি । তাই অন্য স্যার আসার দরকার হয়নি । ক্লাস এইটে পড়ার সময় আমাদের এই নতুন স্যার মোঃ লোকমান হোসেন খুন হয়েছিলেন তার নিজ বাড়ীতে ।

সে বিষয়ে আগামী পর্বে লেখার ইচ্ছা রইলো । স্যারদের নাম গুলো অনেক পড়ে মানে হাইস্কুল জীবনে জেনেছি আমরা । আজ এই পর্যন্ত পড়েন , বাকীটুকু সময় পাইলেই ছাইড়া দিমু ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.