আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রাইমারী স্কুলের দিন গুলি( ২য় পর্ব)

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

Click This Link পর্বের পরঃ সবাই দেখী ভার্সিটি লাইফ নিয়া লেখে তাই.........। প্রথম ও দ্বিতীয় শ্রেনী কি পড়ে ও কি করে পাশ করেছি তা আমার কাছে আজ বিশ্ময় হয়ে আছে । যাক আমি যখন তৃতীয় শ্রেনীতে পড়ি তখন বুঝতে পারি আসলে লেখা পড়া বলতে একটা কিছু আছে । কারন তখন আমাদের এক স্যার ছিলেন যি পড়ানোর চেয়ে চাত্র ছাত্রীদের পেটাতেন বেশী । আমার আজ ও অবাক লাগে ছোট ছোট এই ছাত্র ছাত্রীদের কি নির্দয় ভাবে গরু ছাগলের মত ঐ স্যারে পেটাতেন ।

এই পিটুনীর ভয়ে হোক আর যে কারনেই হোক বাড়ীর কাজ হয়তো কবিতা , নামতা বা হাতের লেখা এসব শিখেই ক্লাসে আসতে হতো। আর না হলে পিঠের উপর....... পড়তো যখন তখন । ঐ স্যারের কারনে অবশ্য একটা উপকার আমার হয়েছিল আর তা হল, ফাইনাল পরীক্ষার পর চতুর্থ শ্রেনীতে উর্ত্তিন্ন হওয়ার সময় আমি ফাস্ট বয় হিসেবেই গিয়েছিলাম । এর পর বদলে যেতে থাকে আমার ভাগ্য । প্রথম বেন্ঞে বসার সুযোগ , ক্লাস ক্যাপ্টেন হওয়া ।

লেকা পড়ায় কিছুটা ভুল হলেও গরু পিটুনি থেকে রক্ষা আর ও কত সুবিধা !!! নিজেকে কেমন নেতা নেতা মনে হতো তখন যখন ক্লাস ক্যাপটেন ছিলাম । যাই হোক বছর ঘুরতেই দেখি আমার স্হান থেকে আমি বিচ্যুত। মনে পন্ঞম শ্রেনীতে যাওয়ার সময় দ্বিতীয় হলাম । প্রথম যে হলো সে স্বপ্না । বন্ধুরা বলতে লাগলো স্বপ্নার কাছে বাহার হেরে গেছে।

বুঝলাম অতি আদর ার নেতা নেতা ভাব আমাকে ডুবাইছে । স্বপ্না মেয়ে বলে পন্ঞম শ্রেনীতেও আমাকে স্যাররা ক্যাপ্টেন রাখলেন । কিন্তু আমার জিদ চেপে বসলো । পরের পরীক্ষায় আমাকে আবার প্রথম হতে হবে। সেই চেস্টায় আত্ননিয়োগ করলাম ।

আজ এই পর্যন্তই পড়েন , বাকীটা আগামীতে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.