গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে)
ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র 'হার্ট লকার' এবার সেরা ছবি হিসেবে অস্কার পুরস্কার লাভ করেছে।
ছবিটির পরিচালক ক্যাথরিন বিগেলো শ্রেষ্ঠ পরিচালক হিসেবে অস্কার পেয়েছেন। ক্যাথরিন বিগলো হচ্ছেন প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা যিনি অস্কার পেলেন।
সেরা ছবি, সেরা পরিচালকসহ 'হার্ট লকার' মোট ছয়টি ক্ষেত্রে অস্কার পুরস্কার লাভ করেছে।
এ ছবির কাহিনী ও সংলাপ রচয়িতা মার্ক বোল সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার লাভ করেন।
এ ছাড়া এ ছবিটি শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ শব্দ সম্পাদনা ও শ্রেষ্ঠ সংযোজনা-এই তিনটি ক্ষেত্রে অস্কার লাভ করেছে।
ক্যাথরিন বিগেলোর 'হার্ট লকার' ছবিটি তার সাবেক স্বামী জেমস ক্যামেরনের নির্মিত 'অ্যাভাটার' ছবির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে এই অস্কার পুরস্কার জিতে নেয়। কিন্তু অ্যাভাটার ছবিকে পেছনে ফেলে সেরা চলচ্চিত্রের মার্যাদা লাভ করেছে হার্ট লকার। আর ক্যাথরিন বিগেলো অস্কারের ইতিহাসে এই প্রথম অস্কার জয়ী নারী চলচ্চিত্র নির্মাতার মর্যাদা অর্জন করলেন।
এই অস্কার জয়ী ছবিটির ডাউনলোড লিঙ্ক কারো কাছে থাকলে শেয়ার করার অনুরেধ করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।