সাম্প্রতিক সহিংস ঘটনায় রাঙামাটি জেলার বাঘাইহাট আর খাগড়াছড়ি জেলা শহরের পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত গ্রাম সরেজমিন দেখতে ওই এলাকায় পৌঁছেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার ওই সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২ জন নিহত হয়।
১০ সদস্যের সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে পাঁচ জন সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি পৌঁছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম এমপি। প্রথমে কমিটির সদস্যরা সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম পৌঁছেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- চট্টগ্রামের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, কক্সবাজারের সংসদ সদস্য এথিন রাখাইন, গিয়াস উদ্দিন আহমেদ এবং পার্বত্য চট্টগ্রাম অভ্যন্তরীণ উদ্বাস্তু চিহ্নিতকরণ ও পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এছাড়া কমিটির অন্য পাঁচ সদস্য যাদের এই সফরে যাওয়ার কথা ছিল তারা হলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, আব্দুর রহমান বদি এমপি, কেএম খালিদ এমপি ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ।
খাগড়াছড়ি জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিনিধি দলটি সকালে খাগড়াছড়ি জেলা শহরে ও পরে বাঘাইহাটে সংঘর্ষ কবলিত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। এসময় সংঘর্ষের বিষয়ে ভুক্তভুগীদের সঙ্গে তারা কথা বলবেন।
এছাড়া গত ২০ ও ২৩ ফেব্রুয়ারির সহিংসতায় অগ্নিসংযোগসহ উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিকাল সাড়ে ৩টায় খাগড়াছড়ি সার্কিট হাউজে জেলা পরিষদ চেয়ারম্যান, সেনা রিজিয়ন কমান্ডার, বিডিআর সেক্টর কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যাক্তিদের সঙ্গে মত বিনিময় করবেন।
উৎস: লিন্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।